সম্প্রতি একটি পুরনো ছবি টুইট করেন পঞ্জাব প্রদেশ কংগ্রেস সাধারণ সম্পাদক পবন দেওয়ান। ছবিতে রয়েছেন কংগ্রেসের অনেক হেভিওয়েট নেতারা। আছেন মণীশ তেওয়ারিও। তবে তাঁকে যেন বেশ ভারী ভারী লাগছে! এখন তো তাঁকে দেখে বেশ ফিট মনে হয়। এর পেছনে রহস্য কী? প্রশ্ন করেন নেটিজেনরা।রহস্যের সমাধান দিলেন কংগ্রেস সাংসদ স্বয়ং। টুইট করে তিনি জানালেন, 'এর রহস্য হল প্রতিদিন এক ঘণ্টা ব্যায়ামের রুটিন মেনে চলা এবং রাতের খাবারে কার্বোহাইড্রেট এড়িয়ে চলা।'ব্যস। আর তাতেই কেল্লা ফতে। দ্রুত অতিরিক্ত ওজন কমিয়ে ফিটনেস ফিরে পান কংগ্রেস সাংসদ। আনন্দপুর সাহেবের সাংসদ টুইটে জানালেন, 'অনেকেই জিজ্ঞাসা করছেন যে কীভাবে আমি ১৯৯৯-এর অক্টোবর থেকে ২০০০ সালের মার্চের মধ্যে চার মাসে ১০২ কেজি থেকে ৭১ কেজিতে ওজন কমিয়েছি।' এরপরেই রহস্যের উদঘাটন করেন তিনি। সেই সময়ে মণীশ তেওয়ারি ভারতীয় যুব কংগ্রেসের নেতা ছিলেন। ২০০৯ সালে লোকসভা নির্বাচনে তিনি জয়ী হন। ২০১২ সালে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর পদ লাভ করেন।