রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্কের কারণে ভারতের শুল্কের বোঝা চাপিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যার জেরে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্কের যে টানাপোড়েন চলছে, তা কার্যত স্পষ্ট।এই আবহে সোশ্যাল মিডিয়ায় ডালাসের ওয়ালমার্ট স্টোরে ভারতীয় খাদ্য পণ্যের অভিনব প্রদর্শনী করলেন মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসরত এক ভারতীয় যুবক। ইতিমধ্যে সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
'আওয়ার আমেরিকান ড্রিমস ভ্লগস' ইনস্টাগ্রাম পেজে শেয়ার করা ওই ভিডিওতে ডালাসের একটি সুপারমার্কেটে ভারতীয় পণ্যের দাম দেখানো হয়েছে। ইতিমধ্যেই ভিডিওটি প্রায় ৩৯,০০০ জন দেখে ফেলেছেন। ভিডিওতে রজত নামে এক ভারতীয় ব্যক্তি মসুর ডাল, পার্লে জি বিস্কুট এবং হাইড অ্যান্ড সিক বিস্কুটের মতো ভারতীয় পণ্যের দামের সঙ্গে সাধারণ মানুষকে পরিচয় করিয়ে দিচ্ছেন। হিন্দিতে তিনি ব্যাখ্যা কর বলেন, 'বন্ধুরা, আমি আপনাদের মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়ালমার্টের কিছু ভারতীয় পণ্য দেখাচ্ছি। এটা ডালাসের ওয়ালমার্ট। এখানে রয়্যাল ব্র্যান্ডের মসুর ডাল এবং মুগ ডাল প্রায় ৪ ডলারে পাওয়া যাবে।হলদিরামের খাত্তা মেঠা নমকিনের দাম ৪ ডলার, আর তাদের আলু ভুজিয়ার দামও ৪ ডলার। পার্লের হাইড অ্যান্ড সিক বিস্কুটের দাম প্রায় ৪.৫ ডলার।' এরপর তিনি বলেন, 'এই শেলফটা দেখুন- এতে পার্লে-জি, গুড ডে, বিরিয়ানি মশলা, তন্দুরি মশলা, বাটার চিকেন সস-সহ আরও অনেক জিনিসপত্র আছে। যেহেতু ডালাসে অনেক ভারতীয় গ্রাহক আছে, তাই তাদের চাহিদা মেটাতে ওয়ালমার্টকে এই পণ্যগুলি মজুদ করতে হয়।'
আরও পড়ুন-'গরিবদের ভোটাধিকার কেড়ে নেওয়ার ষড়যন্ত্র!' BJP-কমিশন যোগসাজশের অভিযোগে গর্জে উঠলেন রাহুল
এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন নেটিজেনরা।বেশ কয়েকজন নেটিজেন ভারতের তুলনায় মার্কিন যুক্তরাষ্ট্রে পণ্যগুলির দাম অত্যাধিক বেশি দেখে হতবাক হয়ে গিয়েছেন। একজন নেটিজেন বলেন, '৪ ডলারের হাইড অ্যান্ড সিক? ভারতীয় রুপিতে ৩২০ টাকা। যা ভারতে ২০ তাকে পাওয়া যায়। আধা কেজি ডাল প্রায় ৪০০ ডলার? বাহ, এত দামি।' আরেকজন আবার কানাডার সঙ্গে তুলনা করে বলেছেন, 'কানাডার দামের তুলনায় বেশ ব্যয়বহুল বলে মনে হচ্ছে।' আবার অনেকেই আছেন যারা মার্কিন যুক্তরাষ্ট্রের সুপারমার্কেটে তাদের প্রিয় পার্লে জি বিস্কুটের দাম দেখে আকাশ থেকে পড়েছেন।
আরও পড়ুন-'গরিবদের ভোটাধিকার কেড়ে নেওয়ার ষড়যন্ত্র!' BJP-কমিশন যোগসাজশের অভিযোগে গর্জে উঠলেন রাহুল
উল্লেখ্য, গত কয়েক সপ্তাহে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্কের ক্রমশই অবনতি হয়েছে। রাশিয়ার থেকে তেল কেনার জন্য ভারতের উপর শুল্ক আরোপ করা হয়েছে। এর আগেও ভারত-পাকিস্তান সংঘাত থামানোর কৃতিত্ব নিয়েছেন ট্রাম্প। যা সরাসরি খারিজ করেছে নয়া দিল্লি।