Narendra Modi on Muslim Outreach: 'ভোটের আশা না করেই মুসলিমদের কাছে পৌঁছে যান', বিজেপি কর্মীদের আহ্বান মোদীর
1 মিনিটে পড়ুন Updated: 18 Jan 2023, 08:53 AM ISTসংবাদ সংস্থা এএনআই-কে বিজেপির এক শীর্ষ স্থানীয় নেতা বলেন, 'প্রধানমন্ত্রী বিজেপি কর্মীদের ভোটের আশা না করেই পাসমান্ডা মুসলিম, বোহরা সম্প্রদায়, পেশাদার এবং শিক্ষিত মুসলিমদের সঙ্গে দেখা করার আহ্বান জানান।'
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী