বাংলা নিউজ > ঘরে বাইরে > ‘অনলাইনে পড়াশোনা হয় নাকি সোশ্যাল মিডিয়াতে রিল দেখা চলে…’, পড়ুয়াদের উপদেশ মোদীর
পরবর্তী খবর
‘পরীক্ষা পে চর্চা’র পঞ্চম সংস্করণে এবছরের বোর্ড পরীক্ষাদের সঙ্গে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন তিনি পড়ুয়াদের পরামর্শ দেন যাতে পরীক্ষাকে একটা উত্সবের মতো দেখা হয়। এবং তিনি পরীক্ষা নিয়ে অকারণ চাপ নিতে বারণ করেন পরীক্ষার্থীদের। পাশাপাশি অনলাইন পড়াশোনার সময় অন্যমনস্ক হওয়া নিয়েও সতর্ক করেন মোদী। এদিন মোদী পরীক্ষার্থীদের বলেন, ‘অনলাইনে পড়াশোনা করার সময় পড়ুয়াদের আত্মদর্শন করা উচিত যে তারা আসলে পড়াশোনা করে নাকি সোশ্যাল মিডিয়াতে রিল দেখে সময় কাটাচ্ছে।’