বাজেট অধিবেশেনর 'মোশন অফ থ্যাঙ্কস' পর্বে এদিন ভাষণ দিতে গিয়ে কার্যত ফের একবার বিরোধীদের নিশানা করেন নরেন্দ্র মোদী। বক্তব্যের শুরুতেই এদিন প্রয়াত সঙ্গীত শিল্পী লতা মঙ্গেশকরকে শ্রদ্ধা নিবেদন করে বক্তব্য শুরু করেন নরেন্দ্র মোদী। তিনি উল্লেখ করেন, গত কয়েক বছরে দেশের উন্নয়নের গতিধারার প্রসঙ্গ। এই প্রসঙ্গে তিনি দেশের 'আজাদিকে অমৃত মহোৎসব' সম্পর্কেও বক্তব্য রাখেন। দেশের স্বাধীনতা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে শুরু করে তাঁর ভাষণে তিনি কার্যত পর পর শক্তিশেল নিক্ষেপ করেন কংগ্রেসের বিরুদ্ধে।
এদিনের ভাষণে, কংগ্রেসকে নিশানা করে নরেন্দ্র মোদী বলেন, সমালোচনায় তাঁর আস্থা রয়েছে, তবে সমস্ত কিছুকে বাধা দেওয়ার প্রবণতার কখনও তিনি সমর্থক নন। তিনি বলেন, 'আমরা গণতন্ত্রে বিশ্বাসী। গণতন্ত্রের বিশেষ কিছু দিকের সমালোচনাতেও আস্থা রাখি। কিন্তু অন্ধ বিরোধিতা কখনও কিছুকেই এগিয়ে নিয়ে যেতে পারে না।' উল্লেখ্য, কয়েকদিন আগে, রাহুল গান্ধী সংসদে একহাত নিতে থাকেন মোদী সরকারকে। সেদিন রাহুল বলেছিলেন, লাঠি ঘুরিয়ে শাসন চালানো হচ্ছে। আর এদিন বিরোধীদের সমালোচনা করতেই সংসদে উঠে দাঁড়ান কংগ্রেসের কয়েকজন সাংসদ। সেই সময় মোদী বলেন, 'আমি তো কারোর নাম নিইনি। তবে আপনারা যখন উঠে দাঁড়ালেন তখন কংগ্রেসের নাম নিয়েই বলছি।' এরপর মোদী বলেন, করোনাকালে সমস্ত সীমা পার করে গিয়েছে কংগ্রেস। যে সময় দেশে লকডাউন চলছিল সেই সময় মুম্বইতে কংগ্রেস সকলকে চলাফেরা করার জন্য উৎসাহ দিচ্ছিল। একই সঙ্গে মোদী এদিন দিল্লির কেজরিওয়াল সরকারকেও একহাত নেন। তিনি বলেন, করোনাকালে লকডাউন ভাঙার জন্য উস্কানি দিতে থাকে আম আদমি পার্টি।
বক্তব্যের মাঝে বিরোধীদের উদ্দেশে নরেন্দ্র মোদী বলেন, ‘ভালোভাবে বলছি, রাগ করবেন না। আপনাদের দেখে মনে হচ্ছে ঠিক করে ফেলেছেন আগামী ১০০বছরে আর শাসকপক্ষে আসতে চাইছেন না।’ এর কারণ হিসাবে মোদী বলেন, যেভাবে বিশ্বের বিভিন্ন দিকে ভারতের ভবামূর্তি ক্ষুণ্ণ করতে বিরোধীরা নানান ধরনের বয়ান দিয়েছে, তাতে সেরকমই মনে হচ্ছে। এই প্রসঙ্গ তুলে মোদী বলেন, ‘স্বাধীনতার ৭৫ বছর পরও অনেকের মধ্যে দাসত্বের মানসিকতা রয়ে গিয়েছে। ’ মোদী বলেন, করোনার মাঝেও রেকর্ড ফসল উৎপাদিত হয়েছে দেশে, যেখানে বিশ্বের বিভিন্ন জায়গায় খাদ্যসংকট তৈরি হয়েছে। দেশে করোনাকালে আর্থিক উন্নতির দিকটিও তুলে ধরেন মোদী। এছাড়াও প্রতিরক্ষা রপ্তানী থেকে শুরু করে বিভিন্ন দিকের রপ্তানীর উল্লেখযোগ্য দিককে তুলে ধরেন মোদী। এছাড়াও পিএম গতিশক্তির আওতায় দেশের পরিকাঠামো উন্নয়ন নিয়ে বক্তব্য রাখেন মোদী।