ভারী বৃষ্টিতে বিপর্যস্ত বাণিজ্যনগরী মুম্বই। শুক্রবার থেকেই টানা বৃষ্টিতে ভাসছে মুম্বই। সোমবারও বাণিজ্যনগরীতে অব্যাহত রয়েছে বর্ষণ।নাগাড়ে বৃষ্টির জেরে বহু রাস্তা জলমগ্ন। এই পরিস্থিতিতে শহরের সব স্কুল-কলেজে ছুটি ঘোষণা করেছে মুম্বই পুরনিগম। এরমধ্যেই ভারতীয় আবহাওয়া দফতর ভারী বৃষ্টির জন্য মুম্বইজুড়ে লাল সতর্কতা জারি করেছে।
টানা তিন দিন ধরে মহারাষ্ট্রের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টি চলছে। শুক্রবার স্বাধীনতা দিবসের দিন সকাল থেকেই হালকা এবং মাঝারি বৃষ্টি চলছিল মুম্বইয়ের বিস্তীর্ণ এলাকায়। ভারী বৃষ্টি শুরু হয় রাত ১১টা থেকে।যার জেরে মুম্বইয়ে বহু জায়গায় জল জমে যানজটের সৃষ্টি হয়েছে। ফলে নিত্যযাত্রীদের পড়তে হয়েছে ভোগান্তিতে। পরিস্থিতি সামলাতে বহু পুলিশ মোতায়েন রয়েছে মুম্বইয়ের রাস্তায়। ভিলে পার্লে এলাকার ওয়েস্টার্ন এক্সপ্রেস হাইওয়েতে যান চলাচল স্থবির হয়ে পড়তে দেখা যায়। সিয়ন এলাকার গান্ধী মার্কেটে জল জমেছে। আন্ধেরি সাবওয়ে জলমগ্ন হয়ে যাওয়ায় তা বন্ধ করে দেওয়া হয়েছে।বৃষ্টিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মুম্বই সংলগ্ন শহরতলি এলাকা। কুরলা, চেম্বুর ও আন্ধেরির বহু এলাকায় হাঁটুজল জমে গিয়েছে। কোথাও কোথাও ডুবে গিয়েছে রেললাইনও।যার ফলে মুম্বইয়ের লাইফলাইন লোকাল ট্রেনগুলিও গড়ে ১৫-২০ মিনিট ধরে দেরিতে চলছে বলে জানা গিয়েছে। এই পরিস্থিতিতে বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন সোমবার শহরের সব স্কুল-কলেজে ছুটি ঘোষণা করেছে। পাশাপাশি বৃহন্মুম্বইয়ের পুলিশ কমিশনার শহরবাসীকে খুব প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে পা না রাখার পরামর্শ দিয়েছেন। জরুরি পরিস্থিতির জন্য তৈরি রয়েছে প্রশাসন।যে কোনও সাহায্য বা তথ্যের জন্য হেল্পলাইন ১৯১৬ নম্বরে যোগাযোগ করারও পরামর্শ দিয়েছে বৃহন্মুম্বই পুরনিগম।
বৃষ্টির প্রভাব পড়েছে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি আন্তর্জাতিক বিমান বন্দরে। কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, বিমানের স্টেটাস দেখে তবেই যেন যাত্রীরা বাড়ি থেকে বেরোন। বিভিন্ন এলাকায় জল জমায় যানজটের কারণে যাত্রীদের বিমানবন্দরে পৌঁছতে প্রচুর সময় লাগছে। তাই যাত্রীরা যেন হাতে যথেষ্ট সময় হাতে নিয়ে বেরোন, এমন অনুরোধ করা হয়েছে বিমান বন্দরের তরফে।এক সরকারি আধিকারিক জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় শহরে ৫৪ মিমি-এর বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। পূর্ব ও পশ্চিম অংশে যথাক্রমে ৭২ মিমি এবং ৬৫ মিমি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ইতিমধ্যেই আবহাওয়া অফিসের তরফে অ্যালার্টও জারি করা হয়েছে।সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা একাধিক ভিডিওতে দেখা যাচ্ছে, মুম্বই ও শহরতলির বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হওয়ায় ধীরে চলছে যানবাহন। ট্রাফিকে আটকে পড়েছে হাজার হাজার গাড়ি। ফলে একদিকে বৃষ্টি, অন্যদিকে যানজটে নাকাল হতে হচ্ছে মুম্বইবাসীকে।বৃহন্মুম্বই পুরসভার তরফে যুদ্ধকালীন পরিস্থিতিতে জমা জল সরানোর কাজ চলছে। এই পরিস্থিতিতে সোমবার দিনভর শহরের বিভিন্ন এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।একই সঙ্গে ৫০ কিলোমিটার বেগে ঝড়েরও সম্ভাবনা রয়েছে। আর তা হলে জল যন্ত্রণা আরও বাড়বে বাণিজ্য নগরীতে। বড় বিপদের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।