Video : ১০ তলা থেকে ছেলেকে ঝুলিয়ে শাড়ি তুলে আনতে পাঠালেন মা!
Updated: 15 Feb 2022, 06:37 PM IST লেখক Sritama Mitra - এক হাড়হিম করা ভিডিয়ো সদ্য প্রকাশ্যে এসেছে সোশ্যাল মিডিয়ায়। ঘটনা ফরিদাবাদের। সেখানে এক মা তাঁর ছেলের প্রাণের ঝুঁকি নিয়ে সন্তানকে পাঠান নিচের তলায় পড়ে যাওয়া শাড়ি আনতে। ভিডিয়োতে দেখা যাচ্ছে ১০ তলা থেকে ঝুলছে ওই ছেলেটি। অবলম্বন বলতে রয়েছে এতটি বেডশিট। যা উপরের তলা থেকে ধরে রয়েছেন তার মা। ভিডিয়োতে দেখা যায় চাদর টেনে ধরে ছেলেকে উপরে আনার চেষ্টা করা হচ্ছে। গোটা পরিবার ব্যালকনি থেকে তাকে তুলে আনতে জড়ো হয়েছে। এই ঘটনায় টুইটারে সমালোচনার ঝড় বয়ে গিয়েছে। বিষয়টি নিয়ে পদক্ষেপ করেন জাতীয় মহিলা কমিশনের প্রধান। তিনি শিশুর অধিকার সংক্রান্ত জাতীয় কমিশনের প্রধানের কাছে বিষয়টি নিয়ে আর্জি জানান।
Updated: 28 May 2023, 08:02 PM IST
Updated: 07 Feb 2023, 10:06 PM IST
Updated: 05 Mar 2022, 03:09 PM IST
Updated: 04 Mar 2022, 11:13 PM IST
Updated: 01 Mar 2022, 06:47 PM IST