Morbi Bridge Collapse Case: মৌরবিকাণ্ডে ক্ষতিপূরণ দিতে সাময়িক জামিনের আবেদন ওরেভা প্রধানের, খারিজ করল আদালত
1 মিনিটে পড়ুন Updated: 08 Mar 2023, 03:00 PM ISTগত ফেব্রুয়ারি মৌরবিকাণ্ডে ঘড়ি প্রস্তুতকারক সংস্থা ওরেভা গোষ্ঠীকে বড় অঙ্কের 'অন্তর্বর্তীকালীন' ক্ষতিপূরণ দিতে বলেছিল গুজরাট হাই কোর্ট। উচ্চ আদালত নির্দেশ দেয়, আপাতত যেন ওরেভা মৃত ব্যক্তি পিছু তাদের পরিবারকে ১০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেয়। পাশাপাশি ঘটনায় আহতদের পরিবারকেও ২ লাখ টাকা করে দিতে বলা হয়েছে ওরেভাকে।
মৌরবিকাণ্ডে ক্ষতিপূরণ দিতে সাময়িক জামিনের আবেদন ওরেভা প্রধানের, খারিজ করল আদালত