কেরলের ত্রিশূরে এক ৭৬ বছর বয়সী ব্যক্তির সঙ্গে ঘটে যাওয়া কাণ্ডে ব্যাপক শোরগোল ছড়াল। পকেটে থাকা মোবাইলের এভাবে বিস্ফোরণ ঘটতে পারে তা অনেকেরই ধারণা নেই। তবে বৃহস্পতিবার যে ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় চূড়ান্ত ভাইরাল হয়েছে, সেখানে দেখা গিয়েছে এক ব্যক্তির শার্টের পকেটে থাকা মোবাইল বিস্ফোরণ থেকে আগুন ছড়িয়ে যেতে।
গত এক মাসে কেরলে, এমন মোবাইল বিস্ফোরণের একাধিক ঘটনা ঘটে গিয়েছে। কেরলের তাপমাত্রা এই মুহূর্তে ৩৪ থেকে ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকছে। এই গরমের মধ্যেই সেখানে পর পর মোবাইল বিস্ফোরণ বেশ চাঞ্চল্য ফেলে দিয়েছে।
জানা গিয়েছে, ওই ব্যক্তি কেরলের মারোত্তিচালে এক চায়ের দোকানে বসে খোশ মেশাজে ছিলেন। তখনই আচমকা তাঁর শার্টের বুক পকেটে থাকা ফোনের বিস্ফোরণ ঘটে। মুহূর্তে ছড়িয়ে পড়ে আগুন। ঘটনা কীভাবে নিয়ন্ত্রণে আনা যাবে, তা নিয়ে আতঙ্কে, ভয়ে চাঞ্চল্য ছড়ায়। সেই ঘটনার ভিডিয়ো ক্রমেই ভাইরাল হয়। কেরলের এক নামী টিভি চ্যানেলে ঘটনার ভিডিয়ো দেখানো হয়। সেখানে দেখা যায়, ব্যক্তি বসেছিলেন। ছিলেন খোশ মেজাজে। আচমকা তাঁর সাদা শার্টের পকেটে অগ্নিস্ফুলিঙ্গ দেখা যায়। সঙ্গে বিকট আওয়াজ। চমকে ওঠেন ব্যক্তি।
( ছাদনাতলায় বরের সামনে এন্ট্রি প্রেমিকের, কনের সিঁদুরদানে তুলকালাম! এরপর যা হল…)