বছরের শেষ ‘মন কি বাত’-এ ভাষণ দিলেন নরেন্দ্র মোদী।মোদীর বক্তব্য :১) অধিকাংশ চিঠিতে দেশের সামর্থ্য, দেশবাসীর সংযমের প্রশংসা করেছেন। ২) কঠিন সময় একতা দেখিয়েছেন। জনতা কার্ফু হোক, থালা বাজিয়ে করোনা যোদ্ধাদের সম্মান জানানো হোক।৩) দেশে সম্ভাবনার নিয়ে আশা দেখেছি। অনেক সংকট এসেছে, কিন্তু তা থেকে আমরা শিক্ষা নিয়েছি। তার রূপ হল - আত্মনির্ভর ভারত।৪) এক বছরের মধ্যে দেশবাসীর অভাবনীয় পরিবর্তন দেখা গিয়েছে।৫) দেশবাসীকে একটি তালিকা আর্জি জানাচ্ছি। কোন কোন বিদেশি জিনিসগুলি অজান্তেই আমাদের দৈনন্দিন জীবনের অঙ্গ হয়ে গিয়েছে, তার তালিকা তৈরি করুন। সেগুলির বিকল্প ভারতীয় পণ্য কী কী, সেটা দেখুন। আর ভারতীয়দের কঠোর পরিশ্রমে তৈরি পণ্যের ব্যবহার করুন। দেশের জন্য এবার নিউ ইয়ার রেজোলিউশন নিতে হবে।৬) ২০১৪ সাল থেকে ২০১৮ সালের মধ্যে লেপার্ডের সংখ্যা ৬০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০১৪ সালে সংখ্যাটা ছিল ৭,৯০০। ২০১৮ সালে তা ১২,৮৫২ হয়ে গিয়েছে। বিশেষত মধ্য ভারতে সেই সংখ্যা বৃদ্ধি পেয়েছে। সারা বিশ্বকে রাস্তা দেখিয়েছে ভারত।