মুম্বই থেকে কলকাতাগামী ইন্ডিগোর ফ্লাইটে শুক্রবার এক যাত্রী প্যানিক অ্যাটাকের শিকার হলেন। অন্য এক যাত্রী তাঁকে চড় মারল। এই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। চড় মারার পরে অন্য যাত্রীরাও ওই ব্যক্তির প্রতি বিরক্তি প্রকাশ করেন। এই সময় এয়ারহোস্টেসকেও যাত্রীকে এমন কাজ না করার জন্য অনুরোধ করতে দেখা যায়। একই সময় আক্রমণের শিকার হওয়া ব্যক্তি কেঁদে ফেলেন। এই ঘটনাটি ইন্ডিগোর ফ্লাইট নম্বর ৬ই১৩৮ বিমান অবতরণের পরে ঘটে। চড় মারা ব্যক্তিকে কলকাতা বিমানবন্দরে নিরাপত্তা দলের হাতে তুলে দেওয়া হয়েছে। সূত্র জানায়, উড়ান সংস্থা ওই যাত্রীকে ‘অবাধ্য’ ঘোষণা করেছে। ইন্ডিগো তাদের অফিসিয়াল বিবৃতিতে বলেছে, ‘আমরা আমাদের একটি ফ্লাইটে মারামারির ঘটনার বিষয়ে অবগত। এই ধরনের অভদ্র আচরণ সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য এবং আমরা আমাদের যাত্রী ও ক্রুদের নিরাপত্তা এবং মর্যাদার সঙ্গে আপস করে এমন কোনও কাজের তীব্র নিন্দা করি। আমাদের ক্রুরা নির্ধারিত স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (standard operating procedure) অনুযায়ী কাজ করেছেন। সংশ্লিষ্ট ব্যক্তিকে ‘অবাধ্য’ বিবেচনা করে নিরাপত্তা কর্মকর্তাদের হাতে তুলে দেওয়া হয়েছে। প্রোটোকল অনুযায়ী, সমস্ত সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থাকে যথাযথভাবে জানানো হয়েছে। আমরা আমাদের সমস্ত ফ্লাইটে একটি নিরাপদ এবং সম্মানজনক পরিবেশ বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।’
ভাইরাল ভিডিয়োয় দেখা যাচ্ছে একজন এয়ারহোস্টেস অন্য একজনকে অন্য জায়গায় নিয়ে যাচ্ছেন। এরই মধ্যে অন্য একটি সিটে বসা এক ব্যক্তি হঠাৎ করে ওই ব্যক্তিকে চড় মারে। এয়ারহোস্টেস এমনটা করতে নিষেধ করেন। এটা দেখে সেখানে বসে থাকা অন্য যাত্রীরাও চড় মারা ব্যক্তির উপর ক্ষুব্ধ হন।