কাশ্মীর নিয়ে ফের বিতর্ক জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে (জেএনইউ)। JNU-র সেন্টার ফর উইমেনস স্টাডিজ কাশ্মীর নিয়ে একটি ওয়েবিনারের আয়োজন করে। তার আমন্ত্রণ পত্রে লেখা হয় ‘Indian Occupied Kashmir’। এর পরেই এর প্রতিবাদ শুরু করেন শিক্ষক ও পড়ুয়ারা। কড়া প্রতিক্রিয়া জানিয়েছে এবিভিপিও। শুক্রবার সন্ধ্যায় ওয়েবিনার বাতিল করা হয়। ওয়েবিনার বাতিলের পরেও আয়োজকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে।'ভারত অধিকৃত কাশ্মীর' উল্লেখ করা হয় ওয়েবিনারের আমন্ত্রণ পত্রে। কাশ্মীর ভারতেরই অবিচ্ছেদ্য অংশ। তাই ভারত অধিকৃত কাশ্মীর শব্দের অর্থ জানতে চান প্রতিবাদীরা। 'পাক অধিকৃত কাশ্মীর' হতে পারে। কিন্তু বাকি কাশ্মীরকে শুধু কাশ্মীরই বলা হয়, জানান তাঁরা। শুক্রবার রাত ৮.৩০ মিনিটে ওয়েবিনারটি হওয়ার কথা ছিল। জেএনইউ প্রশাসনও এই বিষয়ে তীব্র আপত্তি জানিয়েছে। এবিভিপি একে অসাংবিধানিক ওয়েবিনার বলে অভিহিত করেছে। ABVP-র নেতৃত্ব জানান, ওয়েবিনারের ওয়েবপেজে জম্মু ও কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চলকে 'ভারতীয় অধিকৃত কাশ্মীর' বলে সম্বোধন করা হয়েছে। এর প্রতি আমাদের তীব্র আপত্তি রয়েছে। 'কমিউনিস্টরা এই দেশবিরোধী ওয়েবিনারের আয়োজন করেছে এবং এমনটা লিখেছে,' বক্তব্য এবিভিপির।JNU-র ABVP ইউনিটের বক্তব্য, জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের (JNU) কমিউনিস্টদের আয়োজিত দেশবিরোধী কর্মসূচী এটি। সেন্টার ফর উইমেনস স্টাডিজ শুক্রবার 'কাশ্মীরে জেন্ডার রেজিস্ট্যান্স অ্যান্ড নিউ চ্যালেঞ্জ' শিরোনামে একটি ওয়েবিনার আয়োজন করে। বিতর্ক তৈরির ইচ্ছাকৃত প্রচেষ্টা করেছেন ওঁরা।প্রতিবাদীদের বক্তব্য, এটি দুর্ভাগ্যজনক যে ওয়েবিনারের ওয়েব পেজে জম্মু ও কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চলকে 'ভারতীয় অধিকৃত কাশ্মীর' বলে সম্বোধন করা হয়েছে। ভারত সরকার বারবার কাশ্মীরকে ভারতের প্রজাতন্ত্রের অবিচ্ছেদ্য অংশ হিসাবে ঘোষণা করা সত্ত্বেও এমনটা করা হয়েছে। এই ধরনের ওয়েবিনার এবং ইভেন্টগুলি জেএনইউকে দেশবিরোধীতার স্থান হিসাবে তুলে ধরছে।