
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
ইন্টারনেট ছাড়াই একাধিক নয়া প্রিপেড রিচার্জ প্ল্যান আনল জিয়ো, এয়ারটেল ও ভোডাফোন আইডিয়া। ট্রাইয়ের (টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া) নির্দেশ মেনে শুধুমাত্র আনলিমিটেড ভয়েস কলিং এবং মেসেজের সুবিধা থাকা প্ল্যান চালু করেছে তিনটি টেলিকম সংস্থা। এতদিন রিচার্জ প্ল্যানের সঙ্গে ইন্টারনেট বা ডেটা প্যাকের অফার থাকত। কিন্তু অনেকের ইন্টারনেটের প্রয়োজন হয় না। সেটা বিচার করেই ট্রাই নির্দেশ দেয় যে ইন্টারনেট ছাড়া রিচার্জ প্যাক আনতে হবে। সেইমতো পদক্ষেপ করেছে জিয়ো, এয়ারটেল ও ভোডাফোন আইডিয়ার (Vi) মতো সংস্থা। কোন সংস্থা কী প্ল্যান এনেছে, তা দেখে নিন।
১) ভ্যালিডিটি হল ৩৩৬ দিন।
২) আনলিমিটেড ভয়েস কলিং করা যাবে।
৩) বিনামূল্যে ৩,৬০০টি এসএমএস (মেসেজ) করা যাবে।
৪) Jio TV, JioCinema (নন-প্রিমিয়াম) এবং JioCloud-র বিনামূল্যে সাবস্ক্রিপশন আছে।
৫) দৈনিক খরচ পড়বে ৫.২ টাকা।
১) ৩৬৫ দিনের ভ্যালিডিটি মিলবে।
২) আনলিমিটেড ভয়েস কলিংয়ের সুবিধা পাবেন গ্রাহকরা।
৩) ৩,৬০০টি মেসেজ করতে পারবেন বিনামূল্যে।
৪) দৈনিক খরচ ৫.০৬ টাকা।
৫) বিনামূল্যে Apollo 24/7 Circle membership এবং Hello Tunes-র সাবস্ক্রিপশন পাবেন গ্রাহকরা।
১) ভ্যালিডিটি ৩৬৫ দিনের।
২) বিনামূল্যে ৩,৬০০টি মেসেজ করা যাবে।
৩) আনলিমিটেড ভয়েস কলিংয়ের সুবিধা আছে।
৪) প্রতিদিন খরচ পড়বে ৫.০৬ টাকা।
১) মেয়াদ হল ৮৪ দিনের।
২) আনলিমিটেড ভয়েস কল করতে পারবেন।
৩) বিনামূল্যে ১,০০০টি মেসেজ করতে পারবেন।
৪) JioCinema (নন-প্রিমিয়াম), Jio TV এবং JioCloud-র সাবস্ক্রিপশন মিলবে।
৫) প্রতিদিনের খরচ পড়বে ৫.৩৩ টাকা।
১) ৮৪ দিনের মেয়াদ।
২) ভয়েস কলিং পুরোপুরি বিনামূল্যে। যত খুশি ভয়েস কলিং করা যাবে।
৩) বিনামূল্যে ৯০০টি মেসেজ করা যাবে।
৪) প্রতিদিন খরচ ৫.৫৮ টাকা।
৫) Apollo 24/7 Circle membership এবং Hello Tunes-র সাবস্ক্রিপশন মিলবে। বিনামূল্যে হবে।
১) ওই রিচার্জ প্ল্যানের ভ্যালিডিটি হল ৮৪ দিনের।
২) আনলিমিটেড ভয়েস কলিং করতে পারবেন।
৩) বিনামূল্যে ৯০০টি মেসেজ মিলবে।
৪) দৈনিক খরচ ৫.৫৯ টাকা।
স্রেফ টাকার নিরিখে সবথেকে সস্তার এক বছরের প্ল্যান হল এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়ার রিচার্জ প্যাক। আর তিন মাসের (৮৪ দিনের প্ল্যান) সবথেকে রিচার্জ প্ল্যান হল জিয়োর প্যাক।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports