মস্কোর কনসার্ট হলে ভয়াবহ হানা। একের পর এক গুলি। সেই সংক্রান্ত একটি ভিডিয়ো সামনে এসেছে। মনে করা হচ্ছে সম্ভবত কোনও বন্দুকবাজ এই ভিডিয়োটি তুলেছিল। আর সেই ভিডিয়ো সোস্য়াল মিডিয়ায় পোস্ট করেছে এমন একটা গ্রুপ যার পেছনে রয়েছে জেহাদি গ্রুপ আইএস। দেড় মিনিটের একটি ভিডিয়ো। সেখানে দেখা গিয়েছে একেবারে আধুনিক বন্দুক নিয়ে হানা দিয়েছে তারা। হাতে ছুরি রয়েছে। রাশিয়ার রাজধানীর উত্তরপশ্চিমের একটি কনসার্ট হলে এই হামলা হয়।
হামলা করার সময় দেখা গিয়েছে একের পর এক বন্দুকধারী তাদের বন্দুক থেকে গুলি চালাচ্ছে। একটি টেলিগ্রাম অ্যাকাউন্ট থেকে এই ভিডিয়ো পোস্ট করা হয়েছে। আর সেই অ্য়াকাউন্টটি সাধারণত পোস্ট করে আমাক নামে একটি গ্রুপ। এই আমাক গ্রুপটি আসলে আইএসের শাখা সংগঠন। সেই সংগঠনের গ্রুপ থেকেই এই ভিডিয়ো পোস্ট করা হয়েছে।
শুক্রবার সন্ধ্যার ওই হামলার পেছনে আইএসের হাত রয়েছে বলে মনে করা হচ্ছে। অন্তত ১৩৩জন নিহত হয়েছেন ওই হামলায়। ইউরোপের মাটিতে এই ধরনের হামলা, এত বড় মারণ হামলা খুব কমই হয়েছে। ক্রেমলিন সূত্রে খবর, সব মিলিয়ে ১১জনকে গ্রেফতার করা হয়েছে। তার মধ্য়ে চারজন এই হামলার পেছনে কলকাঠি নেড়েছিল বলে খবর। তারা ইউক্রেন থেকে এসেছিল বলে মনে করা হচ্ছে।
তবে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বা এফএসবি কোনও জঙ্গি গোষ্ঠীকে এর পেছনে রয়েছে বলে দাবি করেননি। সেই সঙ্গেও কিভের পক্ষ থেকেও যাবতীয় অভিযোগ সংক্রান্ত দাবি উড়িয়ে দেওয়া হয়েছে।