মার্কিন যুক্তরাষ্ট্রে বিমানের মধ্যে সহযাত্রীকে আক্রমণের অভিযোগে ভারতীয় বংশোদ্ভূত এক যুবককে গ্রেফতার করা হয়েছে। ফ্রন্টিয়ার এয়ারলাইন্সের বিমানটি ফিলাডেলফিয়া থেকে মায়ামির উদ্দেশে যাচ্ছিল। বিমানটি টেক অফের কিছুক্ষণের মধ্যেই ওই যুবক তাঁর সহযাত্রীর উপর হামলা করে বলে অভিযোগ।
জানা গেছে, গত ৩০ জুন ঘটনাটি ঘটেছে।ভারতীয় বংশোদ্ভূত ২১ বছর বয়সি ইশান শর্মা মার্কিন যুক্তরাষ্ট্রের নিউজার্সি অঙ্গরাজ্যের নিউয়ার্ক শহরের বাসিন্দা।ইতিমধ্যে বিমানে তাঁর হামলার ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা গেছে, বিমানের মধ্যে কিয়ানু ইভানস নামে এক যাত্রীর সঙ্গে ইশান মারামারি করছেন। ইশান ও ইভানস একে অপরের গলা চেপে ধরার চেষ্টা করছেন এবং আশপাশের যাত্রীরা তাঁদের দুজনকে থামানোর চেষ্টা করছেন।পরে ইভানস পুলিশের কাছে অভিযোগ করেন, বিনা উসকানিতে ইশান তাঁর ওপর আক্রমণ করেন। ইশান শর্মা নিজের নির্ধারিত আসনে ফিরে যাওয়ার সময় হঠাৎ তাঁর গলা চেপে ধরেন।ইভানস আরও অভিযোগ করেন, ইশান তাঁর গলা চেপে ধরে অদ্ভুতভাবে হাসছিলেন। তিনি বলেন, ‘এ সময় ইশান আমাকে বলেছিলেন, তুমি একজন দুর্বল, সাধারণ মানুষ। আমাকে চ্যালেঞ্জ করলে তোমার মৃত্যু অবশ্যম্ভাবী।'
আরও পড়ুন-US-র রকেট গতিতে উন্নয়নে ট্রাম্পের ‘বিগ বিউটিফুল'! কী আছে এই বিলে?
বিমানের ইশান শর্মার এক আসন সামনে বসে ছিলেন ইভানস। তিনি বলেন, এই ঘটনার পর তিনি টয়লেটে যান এবং বিষয়টি কেবিন ক্রুদের জানান। তাঁরা তাঁকে আশ্বস্ত করে বলেছেন, সমস্যা হলে যেন তিনি সহায়তা চেয়ে বোতাম চাপেন।পরে ইভানস অভিযোগ করেন, ইশান বারবার তাঁকে ‘মেরে ফেলার হুমকি’ দিতে থাকলে তিনি বোতাম চাপেন।এরপরই পরিস্থিতি আরও খারাপ হয়ে যায়। ইভানস বলেন, ‘বোতাম চাপার পর ইশান আমার দিকে খুব রেগে তাকাচ্ছিলেন। আমরা একে অপরের চোখে চোখ রাখছিলাম, মাথা একে অপরের দিকে ছিল। হঠাৎ তিনি আমার গলা চেপে ধরে শ্বাসরোধ করার চেষ্টা করেন। তখন আমার শরীরের স্বাভাবিক প্রতিক্রিয়া কাজ করে, লড়াই বা পালানোর মতো। কিন্তু বিমানের ভেতরে জায়গা খুব অল্প। তাই আমি শুধু নিজেকে রক্ষা করার চেষ্টা করি।’
আরও পড়ুন-US-র রকেট গতিতে উন্নয়নে ট্রাম্পের ‘বিগ বিউটিফুল'! কী আছে এই বিলে?