ভারত বিরোধিতার সুর ক্রমেই তীব্র হয়েছে ইউনুসের বাংলাদেশে। তবে এরই মাঝে আলু-পেঁয়াজ এমনকী চালের জন্যেও সেই ভারতেরই দিকে তাকিয়ে বাংলাদেশ। প্রথম আলোর রিপোর্ট অনুযায়ী, আজ ভারতের একটি জাহাজ চাল নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছবে। সেই জাহাজে ২৪ হাজার ৬৯০ টন চাল আছে বলে জানা গিয়েছে। ভারতীয় জাহাজটির নাম টানিস ড্রিম। ভারতের কাকিনাড়া বন্দর থেকে সেটি রওনা হয় বলে জানা গিয়েছে। এই বিষয়ে বাংলাদেশের খাদ্য বিভাগের তরফ থেকে জানানো হয়েছে, সরকারি উদ্যোগে প্রতিযোগিতামূলক দরপত্রে চাল কেনার প্রক্রিয়া শুরু হয়েছে। এই আবহে ভারত থেকে চালের কনসাইনমেন্ট গেল বাংলাদেশে। আগামী দিনে চট্টগ্রামে আরও চাল পৌঁছানোর কথা বলেও জানানো হয়েছে। (আরও পড়ুন: ভারতের প্রথম ঝুলন্ত রেল ব্রিজে সফল ট্রায়াল রান, কাশ্মীরে কবে থেকে ছুটবে ট্রেন?)
আরও পড়ুন: আফগান মাটিতে বোমা বর্ষণ পাকিস্তানের, মৃত ৪৬, অধিকাংশই মহিলা-শিশু: তালিবান
ভারতীয় পণ্য নিষিদ্ধ করার ডাক দিয়ে বিগত দিনে অনেক বাংলাদেশি রাজনীতিবিদই সরব হয়েছেন। বিএনপি নেতা তো নিজের স্ত্রীর ভারতীয় শাড়ি জনসমক্ষে পুড়িয়ে দিয়েছেন। আবার সোশ্যাল মিডিয়াতেও ভারতীয় পণ্য বয়কটের ডাক দিয়েছেন অনেক বাংলাদেশি। তবে এরই মাঝে কৃষিপণ্যের ক্ষেত্রে বাংলাদেশ যে পুরোপুরি ভারত নির্ভর, তা বারবার সামনে এসেছে। এই আবহে সাম্প্রতিক এক রিপোর্টে দাবি করা হয়েছিল, বিগত কয়েক দিনে বাংলাদেশের উত্তরে অবস্থিত বাংলাবান্ধা স্থল বন্দর দিয়ে সেই দেশে গিয়েছিল ১৮০ টন ভারতীয় পেঁয়াজ। জানা যায়, গত ১০ ডিসেম্বর ভারত থেকে বন্দরটিতে ৩০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি করেছে বাংলাদেশি সংস্থা। তার আগে ৭ ডিসেম্বর, ৩ ডিসেম্বর, ২৭ নভেম্বর, ২০ নভেম্বর এবং ১৮ নভেম্বরও ৩০ টন করে পেঁয়াজ আমদানি করা হয়। এই আবহে মোট ৬ দফায় এই ১৮০ টন পেঁয়াজ বাংলাদেশে গিয়েছে ভারত থেকে। (আরও পড়ুন: ATM-এর পাশাপাশি ই-ওয়ালেটেও মিলতে পারে PF-এর টাকা? RBI-এর সাথে আলোচনা সরকারের)
আরও পড়ুন: '৭ তারিখ দেখব, নয়ত…', ডিএ মামলায় বড় পদক্ষেপের পথে সরকারি কর্মীরা? 'ভয়টা' কীসের?
উল্লেখ্য, কয়েকদিন আগেই বাংলাদেশের অর্থ মন্ত্রকের উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ দাবি করেছিলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে রাজনৈতিক টানাপোড়েন জারি থাকলেও তার প্রভাব বাণিজ্যের ওপর পড়বে না। তবে বাংলাদেশে হিন্দুদের ওপর হামলার ঘটনায় এপারে যে প্রতিবাদ দেখা গিয়েছে, তাতে শঙ্কিত ছিল বাংলাদেশ। তবে ভারত থেকে পেঁয়াজ, আলু, চাল সবই যাচ্ছে বাংলাদেশে। (আরও পড়ুন: ঢাকায় সচিবালয়ে আগুন, জ্বলছে আসিফ-নাহিদদের মন্ত্রকের ভবন, মৃত ১ দমকলকর্মী)
আরও পড়ুন: 'বন্ধু সেজে বাংলাদেশে ডাকাতি','আজব যুক্তিতে' মুক্তিযুদ্ধ নিয়ে ভারতকে তোপ জামাতের
এদিকে সম্প্রতি ফের পাকিস্তান থেকে জাহাজ গিয়ে পৌঁছায় বাংলাদেশে। গত ২০ ডিসেম্বর এই জাহাজ চট্টগ্রাম বন্দরের জলসীমায় পৌঁছায় বলে জানা গিয়েছিল। এর আগেও এই একই পাকিস্তানি জাহাজ বাংলাদেশে গিয়েছিল পণ্য নিয়ে। ‘এমভি ইউয়ান জিয়াং ফা ঝং’ নামক জাহাজটি দ্বিতীয় দফার সফরে চট্টগ্রামে পৌঁছায় ৮২৫ টিইইউএস কনটেইনার নিয়ে। এর আগেরবার যখন এই জাহাজটি বাংলাদেশে গিয়েছিল, তখন তাতে ছিল ৩৭০ টিইইউএস কনটেইনার। উল্লেখ্য, পাকিস্তানের করাচি বন্দরের সঙ্গে চট্টগ্রামের সরাসরি কনটেইনার জাহাজ যোগাযোগ চালু হয়েছিল চলতি বছরের ১৪ নভেম্বর।