সোমবারই ভারতীয় সময় ৮টা ২৫ মিনিটে হিমালয়ের অন্যতম উঁচু শৃঙ্গ অন্নপূর্ণা জয় করেছিলেন চন্দননগরের মেয়ে পিয়ালি বসাক। তিনি ছাড়াও হিমাচলের মেয়ে বলজিৎ কউরও জয় করেছিলেন অন্নপূর্ণা। অক্সিজেন সিলিন্ডার ছাড়া অন্নপূর্ণা জয় করেছিলেন বলজিৎ। তবে শৃঙ্গ থেকে নীচে নামার সময় নিখোঁজ হন তিনি। একাধিক রিপোর্টে দাবি করা হয়, অক্সিজেনের অভাবে মৃত্যু হয় তাঁর। ক্যাম্প ৪-এর কাছে তাঁর মৃত্যু হয় বলে দাবি করা হয়। তবে তাঁকে জীবিত অবস্থায় চিহ্নিত করা গিয়েছে বলে জানা গিয়েছে। তাঁকে সেখান থেকে উদ্ধার করতে উদ্ধারকারী দল পাঠানো হচ্ছে। উল্লেখ্য, অক্সিজেন ছাড়া অন্নপূর্ণা শৃঙ্গ জয়ের পরিকল্পনা ছিল পিয়ালিরও। তবে আবহাওয়া খারাপ থাকায় শেষ পর্যন্ত তিনি অক্সিজেন নিয়েই পর্বতারোহণ করেছিলেন। এদিকে অন্নপূর্ণায় নিখোঁজ হয়েছেন ভারতের পর্বতারোহী অনুরাগ মালু। তাঁর খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। (আরও পড়ুন: তাপপ্রবাহের বাউন্ডারি মেরে কি শান্ত হবে কলকাতা? শহরের আকাশে মেঘের দেখা মিলবে কবে)
এর আগে এপ্রিলের ৯ তারিখ বেস ক্যাম্পে ছিলেন বলজিৎ কউর। হিমাচলের এই মেয়ের নামে রয়েছে বেশ কিছু কৃতিত্ব। তিনি বেশ কয়েকটি আট হাজার মিটার উঁচু পর্বত জয় করেছেন। মাত্র ২৭ বছর বয়সে প্রথম ভারতীয় নারী হিসেবে মাউন্ট মানসলু জয় করেছিলেন তিনি। অক্সিজেন ছাড়া মানসলু জয় করা কনিষ্ঠতম মহিলা পর্বতারোহী হয়েছিলেন তিনি। রিপোর্ট অনুযায়ী, তিনি ভারতের প্রথম নারী হিসেবে ৬টি আট হাজারি শৃঙ্গ জয় করেছেন। এবং দ্রুততম ভারতীয় হিসেবে এই কাজ তিনি করেছেন। ৮ হাজার মিটারের উঁচু ৬টি শৃঙ্গ জয় করতে তিনি নিয়েছেন মাত্র ৫ মাস ২ দিন। এদিকে এক মাসেরও কম সময়ে তিনি ৪টি আট হাজারি শৃঙ্গ জয়ের নজির গড়েছিলেন। এহেন রেকর্ডধারীকে পাহাড় থেকে নিরাপদে বেস ক্যাম্পে নামানোর চেষ্টা চলছে।
আরও পড়ুন: গরম থাকবে আর কয়েকদিন, তারপরই জেলয় জেলায় ঝমঝমিয়ে নামবে বৃষ্টি