
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
বেঙ্গালুরুর ইয়েলাহঙ্কায় অবস্থিত এয়ার ফোর্স স্টেশনে এশিয়ার বৃহত্তম এয়ার শো চালু হয়েছে ১০ ফেব্রুয়ারি। এই এয়ার শোয়ের উদ্বোধনের সময় সেখানে উপস্থিত ছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই এয়ার শো। এদিকে এই এয়ার শো শুরুর আগে ৯ ফেব্রুয়ারি ভারতীয় বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল এপি সিং এবং স্থল সেনার প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী একসঙ্গে তেজস যুদ্ধবিমানে চাপেন। দেশে তৈরি এই হালকা যুদ্ধবিমানে করে ঐতিহাসিক ৪৫ মিনিট আকাশে ওড়েন তাঁরা। উল্লেখ্য, এই প্রথম বিমান বাহিনী প্রধান এবং স্থল সেনা প্রধান একসঙ্গে কোনও যুদ্ধবিমানে চাপলেন। এই উড়ানকে দেশের প্রতিরক্ষা ক্ষেত্রে ক্রমবর্ধমান শক্তি এবং আত্মনির্ভরতার এক উজ্জ্বল বার্তা হিসেবে আখ্যা দেওয়া হচ্ছে। উল্লেখ্য, ভারতীয় প্রযুক্তিতে তৈরি হালকা ওজনের, ‘মাল্টি রোল সুপারসনিক’ যুদ্ধবিমান তেজস নানা ধরনের ক্ষেপণাস্ত্র নিক্ষেপে সক্ষম। (আরও পড়ুন: আরজি কর কাণ্ডে নির্যাতিতার প্রিয় গাছ ছিল 'কমলা রঙের বোগেনভিলিয়া'...)
আরও পড়ুন: ১৯২৫ সালে এখানেই দেশের প্রথম ইলেকট্রিক ট্রেন চলেছিল, এখন সেখানে চলছে ‘VR বিপ্লব’
এদিকে এয়ার চিফ মার্শাল এপি সিংয়ের সঙ্গে যুদ্ধবিমানে উড়ে জেনারেল দ্বিবেদী বলেন, 'এটা আমার জীবনের সেরা অভিজ্ঞতা ছিল।' এরপর তিনি আরও দাবি করেন, এখন তিনি মনে করেন, বিমান বাহিনীতে কেন তিনি যোগ দিলেন না। এয়ার চিফ মার্শাল এপি সিংকে নিজের 'গুরু' বলেও সম্বোধন করেন জেনারেল দ্বিবেদী। উল্লেখ্য, জেনারেল দ্বিবেদী এবং এপি সিং ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমিতে কোর্সমেট ছিলেন। (আরও পড়ুন: ৬০০ কমান্ডোর দলে ছিল প্রাক্তন নকশাল, বিজাপুরে যেভাবে ৩১ মাওবাদীকে খতম করা হয়...)
আরও পড়ুন: যেভাবে হাসিনাকে সরাতে টাকা দিয়ে থাকতে পারে US AID, চাঞ্চল্যকর দাবি রিপোর্টে
এর আগে তেজস যুদ্ধবিমানের নবতম সংস্করণে করে আকাশে উড়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উল্লেখ্য, ৮৩টি তেজস মার্ক-১এ যুদ্ধবিমানের জন্যে গত ২০২১ সালে ৪৬,৮৯৮ কোটি টকার চুক্তি হয়েছিল ভারত বায়ুসেনা এবং হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডের। তেজসের নৌ সংস্করণ ব্যবহার করতে চলেছে ভারতীয় নৌসেনাও। এরই মধ্যে তেজসের মার্ক-১ ফাইটার জেটের দু’আসন বিশিষ্ট নয়া প্রশিক্ষণ সংস্করণটি আনুষ্ঠানিক ভাবে তুলে দেওয়া হয়েছে বায়ুসেনার হাতে। নরেন্দ্র মোদী সেই প্রশিক্ষণ বিমানেই চেপেছিলেন। (আরও পড়ুন: মোদী-ট্রাম্প বৈঠকের আগে শুল্ক কমানোর পরিকল্পনা করছে ভারত: রিপোর্ট)
আরও পড়ুন: DA নিয়ে সুখবর দিয়েছিলেন CM, তবে রাজ্য সরকারি কর্মীদের অ্যাকাউন্টে বেতনই ঢুকছে না
এদিকে বেঙ্গালুরুতে আজ শুরু হওয়া এয়ার শোতে রাজনাথ সিংয়ের সঙ্গে উপস্থিত ছিলেন ফিজির প্রতিরক্ষা মন্ত্রী পিও টিকোডুয়াডুয়া। দুই দেশের মধ্যে প্রতিরক্ষা ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি নিয়ে আলোচনা হয় দুই নেতার। এই নিয়ে রাজনাথ সিং সোশ্যাল মিডিয়ায় লেখেন, 'বেঙ্গালুরুতে ফিজির প্রতিরক্ষা মন্ত্রী পিও টিকোডুয়াডুয়ার সাথে একটি ভালো বৈঠক হয়েছে। আমরা প্রতিরক্ষা সহযোগিতা সংক্রান্ত অনেক বিষয়ে আলোচনা করেছি। বৈঠকে টিকোডুয়াডুয়া বলেন যে ফিজি এবং ভারতের মধ্যে সহযোগিতার দীর্ঘ ইতিহাস রয়েছে এবং আমরা আমাদের সম্পর্ক আরও জোরদার করার আশা ব্যক্ত করি।'
6.88% Weekly Cashback on 2025 IPL Sports