বাংলা নিউজ > ঘরে বাইরে > টিউবলাইট যুগে ইতি! এই সময় থেকে বিক্রি বন্ধ করে দেবে ভারত
পরবর্তী খবর
আর মাত্র ৮ বছর। ধীরে ধীরে কমিয়ে আনা হবে টিউব লাইটের ব্যবহার। বালির মিনামাতা কনভেনশনে এমনটাই জানিয়েছেন ভারতের পরিবেশ মন্ত্রকের প্রতিনিধিরা। পারদের প্রতিকূল প্রভাব কমাতে লিনিয়ার ফ্লুরোসেন্ট বাতি বা টিউব লাইটের ব্যবহার বন্ধ করা হবে।
পরিবেশ মন্ত্রকের প্রতিনিধিরা বলছেন, ইউরোপিয়ান ইউনিয়ন-সহ অন্যান্য দেশ, মার্কিন যুক্তরাষ্ট্র টিউবলাইট ফেজআউটের জন্য ২০২৫-এর সময়সীমা রাখতে চাপ দিচ্ছে।