India votes for Gaza Ceasefire in UNGA: গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব পেশ রাষ্ট্রসংঘের সাধারণ সভায়, পক্ষে ভোট দিল ভারত
1 মিনিটে পড়ুন Updated: 13 Dec 2023, 09:08 AM ISTআমেরিকা সহ ১০টি দেশ এই প্রস্তাবনার বিপক্ষে ভোট দেয়। ভোটদান থেকে বিরত থাকে ২৩টি দেশ। পক্ষে ভোট পড়ে ১৫৩টি। জানা গিয়েছে, প্রস্তাবে হামাসের উল্লেখ না থাকায় এর বিরুদ্ধে ভোট দিয়েছিল আমেরিকা। এই আবহে প্রস্তাবনায় সংশোধনী আনার দাবি জানায় আমেরিকা। ভারত সেই সংশোধনী প্রস্তাবের পক্ষেও ভোট দেয়।
গাজায় যুদ্ধবিরতির পক্ষে রাষ্ট্রসংঘে পেশ হল প্রস্তাব