তালিবান শাসিত আফগানিস্তানের সাধারণ মানুষের দিকে মানবতার হাত বাড়িয়ে দিল ভারত। তালিবানের দখলে যাওয়ার পর শনিবারই প্রথম আফগানিস্তানে ১.৬ মেট্রিক টন জীবনদায়ী ওষুধ পৌঁছে দিল ভারত। দিল্লি থেকে কাবুলে এই ওষুধ পৌঁছে দেওয়া হয়েছে। ১০জন ভারতীয় ও ৯৪জন আফগানকে নিয়ে একটি বিমান এসেছিল। সেই ফিরতি বিমানেই জীবনদায়ী ওষুধ পাঠানো হয়েছে আফগানিস্তানে। রাষ্ট্রদূত ফারিদ মামুনদজে জানিয়েছেন, এটা ভারতবাসীদের তরফে একটি উপহার। এই জীবনদায়ী ওষুধ এই কঠিন সময়ে বহু মানুষের উপকারে লাগবে। এদিকে বিদেশ দফতরের তরফে জানানো হয়েছে, এই ওষুধগুলি বিশ্ব স্বাস্থ্য সংস্থার হাতে তুলে দেওয়া হবে। একটি বিবৃতিতে বিদেশ দফতরের তরফে জানানো হয়েছে, আফগানিস্তানের বর্তমান পরিস্থিতিতে ভারত সরকার জীবনদায়ী ওষুধ পাঠিয়েছে। এই মেডিসিন বিশ্ব স্বাস্থ্য সংস্থার হাতে তুলে দেওয়া হবে। এগুলি কাবুলে থাকা ইন্দিরা গান্ধী চিলড্রেন হাসপাতালে কাজে লাগবে। অন্যদিকে ইতিমধ্যেই ভারত সরকারের তরফে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে ৫০ হাজার টন গম ও অন্যান্য ওষুধ সড়কপথে আফগানিস্তানে পৌঁছে দেওয়া হবে। মূলত মানবিক দৃষ্টিভঙ্গি থেকে বিধ্বস্ত আফগানিস্তানের সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ভারত। এদিকে আফগানিস্তান থেকে ভারতে ফিরে আসা সংখ্য়ালঘু পরিবারের সদস্যরা গুরু গ্রন্থ সাহিব ও কিছু প্রাচীন হিন্দু পুঁথি নিয়ে এসেছেন। অপারেশন দেবী শক্তির আওতাতেই তাঁরা আফগানিস্তান থেকে ভারতে এসেছেন।