'বিশ্বব্যাপী ডায়াবেটিস মহামারীর কেন্দ্রস্থল হল ভারত।' নরম পানীয় কোকা-কোলার সাম্প্রতিক আয়ের প্রবণতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জিরোধার প্রতিষ্ঠাতা তথা সিইও নিতিন কামাথ। ২০২৫ সালের মার্চ মাস পর্যন্ত দেখা গেছে, ভারতে কোকা-কোলার ভলিউম দ্বিগুণ-অঙ্কে বৃদ্ধি পেয়েছে। বর্তমানে এই নরম পানীয়র বিশ্বের পঞ্চম বৃহত্তম বাজার রয়েছে ভারতে।
আরও পড়ুন-'পুতিনকে মূল্য চোকাতে হবে!' ইউক্রেনের শান্তি প্রতিষ্ঠায় হুঙ্কার ব্রিটিশ প্রধানমন্ত্রীর
এই আবহে এক্স বার্তায় নিতিন কামাথ বলেছেন, 'একটি নরম পানীয় প্রস্তুতকারক সংস্থার সাম্প্রতিক আয়ের খবর থেকে উদ্বেগজনক কিছু বিষয় এখানে তুলে ধরা হলো: ভারতীয়রা আগের চেয়ে অনেক বেশি নরম পানীয় গ্রহণ করছে। এমনকি ভারতীয় কোম্পানিগুলিও একই রকম কথা বলেছে। এরপরেই তিনি দেশবাসীকে সতর্ক করে বলেন, 'মনে রাখবেন বিশ্বব্যাপী ডায়াবেটিস মহামারীর কেন্দ্রস্থলে রয়েছে ভারত।' ওই এক্স বার্তার সঙ্গেই কোকা-কোলার ২০২৫ সালের প্রথম রিজিওনাল আয়ের একটি স্ক্রিনশট শেয়ার করেছেন নিতিন। সংস্থা জানিয়েছে, 'ভারতে, আমাদের বিশ্বব্যাপী এবং স্থানীয় ব্র্যান্ডের পোর্টফোলিও জুড়ে আমাদের ভলিউম বৃদ্ধি পেয়েছে। আমাদের সিস্টেমে প্রায় ৩,৫০,০০০ আউটলেট যুক্ত হয়েছে এবং গৃহস্থালিতে প্রবেশ বৃদ্ধি পেয়েছে। এছাড়াও, ডিজিটাল প্ল্যাটফর্মে প্রায় ১,০০,০০০ গ্রাহক যুক্ত হয়েছেন।'
এই প্রসঙ্গে ২০২৪ সালে জারি করা একটি সতর্কবার্তা পুনর্ব্যক্ত করেছেন নিতিন কামাথ। তিনি বলেন, 'ডায়াবেটিস ভারতের জন্য একটি টাইম বোমা। বিশ্বের মধ্যে আমাদের দেশে ডায়াবেটিসে আক্রান্ত মানুষের সংখ্যা সবচেয়ে বেশি।' ২০২৪ সালের একটি গবেষণায় ইঙ্গিত পাওয়া গিয়েছে যে ২১ কোটি ভারতীয়র শরীরে বর্তমানে ডায়াবেটিস বাসা বেঁধেছে। তাঁর কথায়, 'আপনি যদি আজ একটি শহরে বসবাসকারী ২০ বছর বয়সি মহিলা হন, তাহলে আপনার জীবদ্দশায় ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা ৬৪.৬%। আপনি যদি একজন যুবক হন, তাহলে আপনার ঝুঁকিও বেশ বেশি, ৫৫.৫%।' এরপরেই তিনি ভারতে ডায়াবেটিস রোগীদের মধ্যে সচেতনতা এবং চিকিৎসার অভাবের কথা তুলে ধরেন। নিতিন বলেন, 'প্রায় ২৭.৫% ডায়াবেটিস আক্রান্ত মানুষ জানেনই না যে তাদের ডায়াবেটিস আছে। যদিও তারা জানতে পারেন, তাহলেও খুব কম লোকই চিকিৎসা পরিষেবা পান।' ২০%-এরও কম ভারতীয়ের স্বাস্থ্য বীমা থাকায়, নিতিন সতর্ক করে বলেছেন, 'নিম্ন আয়ের পরিবারের জন্য পকেটের ব্যয় একটি বড় আর্থিক বোঝা।'
আরও পড়ুন-'পুতিনকে মূল্য চোকাতে হবে!' ইউক্রেনের শান্তি প্রতিষ্ঠায় হুঙ্কার ব্রিটিশ প্রধানমন্ত্রীর
নিতিন জোর দিয়ে বলেন, 'ভারতের ডায়াবেটিস সংকটের বহুমুখী সমাধান প্রয়োজন। এই সমস্যা সমাধানের জন্য কোনও জাদুকরী বুলেট নেই। আমাদের জনসচেতনতা প্রচার, দরিদ্র ও দুর্বলদের জন্য বীমা কভারেজ থেকে শুরু করে প্রাথমিক সনাক্তকরণ কর্মসূচি চালু করার মতো একাধিক পদক্ষেপের প্রয়োজন।' তিনি আরও বলেন, জীবনযাত্রার সহজ পরিবর্তনও কার্যকর হতে পারে।যেমন প্রতিদিন কয়েক মিনিট অতিরিক্ত ব্যায়াম করা বা বসে থাকার সময় কমানো, জীবনে বড় পরিবর্তন আনতে পারে।