বিমানে মহিলা সহযাত্রীর গায়ে প্রস্রাব-কাণ্ড ঘিরে সদ্যই বিতর্কের কেন্দ্রে আসে 'এয়ার ইন্ডিয়া'। অসামরিক এই বিমান পরিবহন সংস্থার বিরুদ্ধে নেওয়া হয় কড়া প্রশাসনিক পদক্ষেপ। অন্যদিকে, বিমানের যাত্রী শঙ্কর মিশ্রের বিরুদ্ধে মহিলা সহযাত্রীর গায়ে প্রস্রাব করার অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়। এই বিতর্কের রেশ কাটতে না কাটতেই এহার বাসের মধ্যে মহিলার সিট-এ প্রস্রাব করার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে।
ঘটনা কর্ণাটকের। সেখানে রাজ্যসরকার পরিচালিত কেএসআরটিসির বাসে এক ৩২ বছর বয়সী ব্যক্তির বিরুদ্ধে প্রস্রাব করার অভিযোগ উঠল মহিলা যাত্রীর আসনে। কর্ণাটকের হুব্বলির কাছে একটি নন এসি বাসে এই ঘটনা ঘটেছে বলে খবর। বাসটি ছিল স্লিপার ক্লাস। মঙ্গলবার রাতের এই ঘটনায় রীতিমতো তোলপাড় হয়েছে। জানা গিয়েছে, যে বাসে এই ঘটনা ঘটেছে তার নম্বর কেএ-১৯ এফ-৩৫৫৪। জানা গিয়েছে, বিজয়পুরা থেকে ম্যাঙ্গালুরু পর্যন্ত এই বাস যাচ্ছিল। জানা গিয়েছে, কর্ণাটকের এই ঘটনায় অভিযুক্ত গলেশ ইয়াদওয়ার্দ এক ২০ বছর বয়সী তরুণীর সিট-এ প্রস্রাব করে দেন। জানা গিয়েছে, স্লিপার ক্লাসের ওই বাস যখন হুব্বলির কিরেসুরের কাছে দাঁড়িয়ে ছিল যাত্রীদের ডিনার-এর জন্য। তখনই মহিলা সহযাত্রীর সিট-এ প্রস্রাব করেন অভিযুক্ত। ৩২ বছরের গলেশের বিরুদ্ধে তখনই সরব হন ওই মহিলা যাত্রী। আশপাশে সকলেই ছুটে আসেন। তখনও মদ্যপ অবস্থায় ছিলেন ব্যক্তি। আশপাশে অনেকেই মহিলার সমর্থনে এসে গলেশের বিরুদ্ধে সরব হন। তবে গলেশ সকলের সঙ্গেই দুর্ব্যবহার করেন বলে অভিযোগ। জানা গিয়েছে, ওই মহিলাযাত্রী কোনও অভিযোগ দায়ের না করায়, ওই বাস ফের রওনা হয় গন্তব্যের দিকে। জানা গিয়েছে, অভিযুক্ত ব্যক্তি পেশায় মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। যিনি ওই বাসের ২৮-২৯ নম্বর সিট-এ ছিলেন। আর ওই মহিলার সিট নম্বর ছিল ৩। (প্লেন থেকে নামিয়ে দেওয়া হল কংগ্রেস নেতা পবন খেরাকে! বিমানবন্দরে উত্তেজনা)
প্রসঙ্গত, নভেম্বর ২৬ -এ এয়ার ইন্ডিয়ায় প্রস্রাবকাণ্ডের কথা স্মরণ করিয়ে দেয় এই ঘটনা। মদ্যপ অবস্থায় ওই যাত্রী মহিলা সহযাত্রীর গায়ে প্রস্রাব করে দিয়েছিলেন বলে অভিযোগ ছিল। পরে দিল্লি পুলিশ অভিযুক্ত শঙ্কর মিশ্রের নামে লুক আউট নোটিস জারি করেন। পরে তাঁকে গ্রেফতার করা হয়। তবে কর্ণাটকের ঘটনায়, ওই অভিযুক্ত ব্যক্তি যখন এমন কাণ্ড ঘটিয়েছেন, তখন বাসে অন্য কেউ ছিলেন না। তখনই ওই মহিলা বাসে উঠতে গিয়ে দেখতে পান তাঁর সিট-এ মূত্রত্যাগ করছেন ব্যক্তি। শেষে বাস থেকে নামিয়ে দেওয়া হয় অভিযুক্তকে।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক //htipad.onelink.me/277p/p7me4aup