
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
মহাকুম্ভ থেকে ভাইরাল হওয়া আইআইটি বাবা ওরফে অভয় সিং আবারও খবরের শিরোনামে এসেছেন। একটি সংবাদ মাধ্যমের বিতর্ক অনুষ্ঠান চলাকালীন তাঁকে মারধর করার অভিযোগ উঠল। তিনি অভিযোগ করেছেন, বিতর্ক অনুষ্ঠানের সময় গেরুয়া পোশাক পরা একদল মানুষ তাকে মারধর করেছেন। এই ঘটনার একটি ভিডিয়ো (সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা) ভাইরাল হচ্ছে সোশ্যাল মাধ্যমে। (আরও পড়ুন: নাহিদদের দলের আত্মপ্রকাশের মঞ্চের স্ক্রিনে হঠাৎ ফুটে উঠল হাসিনার ছবি, তারপর…)
আরও পড়ুন: 'ভুল' বলা আইআইটি বাবা থেকে মোনালিসার চোখের মায়া, শেষবেলায় ফিরে দেখা কুম্ভ
আইআইটি বাবা অভিযোগ করেছেন,যে শুক্রবার নয়ডায় একটি বেসরকারি সংবাদ চ্যানেলে বিতর্ক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। সেখানে আচমকা গেরুয়া পোশাক পরা কিছু লোকজন ঢুকে পড়ে তাঁর ওপর হামলা চালায়। তাঁর সঙ্গে দুর্ব্যবহার করার পাশাপাশি লাঠি দিয়ে মারধর করেন। ঘটনায় কোনওভাবে নিজেকে রক্ষা করেন।তিনি। পরে সংবাদ মাধ্যমের অফিস থেকে বেরিয়ে আইআইটি বাবা হামলার প্রতিবাদে সোজা ১২৬ নম্বর সেক্টর থানায় যান। থানার বাইরে ধর্নায় বসেন তিনি। তবে পরে পুলিশ তাঁকে বোঝালে তিনি বিক্ষোভ তুলে নেন। পুলিশ জানিয়েছে, এখনও পর্যন্ত হামলার কোনও ঘটনা জানা যায়নি। তাই সব কিছু খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের পরেই এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। (আরও পড়ুন: ট্যাংরার রেশ কাটতে না কাটতেই পর্ণশ্রী! উদ্ধার ২২ বছরের মেয়ে ও বাবার মৃতদেহ)
আরও পড়ুন: 'খারাপ লাগছে', রাষ্ট্রপতির সাক্ষাৎ না পাওয়ায় 'ক্ষুব্ধ' আরজি কর নির্যাততিতার বাবা
অভয় সিংয়ের অভিযোগ তাঁকে ওই চ্যানেলে সাক্ষাৎকারের জন্য ডাকা হয়েছিল। সেই সময় এই ঘটনা ঘটে। এক্স হ্যান্ডেলে ভাইরাল হওয়া এই ঘটনার ভিডিয়োয় আইআইটি বাবার সঙ্গে একদল সাধুর তর্ক-বিতর্ক দেখা গিয়েছে। উত্তেজনা বাড়লে আইআইটি বাবা স্টুডিও ছেড়ে যাওয়ার চেষ্টা করেন। তবে তর্ক বির্তকের সঠিক কারণ এখনও স্পষ্ট নয়। অভয় সিংয়ের ভূমিকাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। (আরও পড়ুন: অ্যাশলের পাশাপাশি শিভন! আরও একবার বাবা হলেন ইলন? কটা সন্তান মাস্কের?)
আরও পড়ুন: USA-কে ধন্যবাদের বন্যায় ভাসালেন জেলেনস্কি, ঝামেলায় কি 'হার' হল ট্রাম্পের?
উল্লেখ্য, মহাকুম্ভে যোগ দেওয়ার পরেই বিখ্যাত হয়ে ওঠেন আইআইটি বাবা। তিনি আইআইটি বোম্বে থেকে এয়ার স্পেস এবং অ্যারোনটিক্যাল স্ট্রিমে ইঞ্জিনিয়ারিং করেছেন। হরিয়ানার বাসিন্দা অভয় সিংয়ের ইচ্ছা ছিল ফটোগ্রাফি করার। তাই ফটোগ্রাফিতে ডিগ্রির জন্যও পড়েছেন। তারপরেও তিনি সন্ন্যাস গ্রহণ করেন। মহাকুম্ভে যোগ দেওয়ার আগে তিনি অনেক ধর্মীয় ক্ষেত্রে যোগ দিয়েছেন। মাস খানেক আগে তিনি কাশীতে ছিলেন। এছাড়া তিনি ঋষিকেশেও থেকেছেন। মহাকুম্ভের সময়, আইআইটি বাবা নিজেকে জুনা আখড়ার সঙ্গে যুক্ত বলে দাবি করেছিলেন। তবে, শ্রী পঞ্চদশনম জুনা আখড়ার আন্তর্জাতিক মুখপাত্র মহন্ত নারায়ণ গিরি এই দাবি প্রত্যাখ্যান করেছিলেন। এছাড়াও, ভারতের ক্রিকেট ম্যাচ নিয়ে মন্তব্য করেও তিনি বির্তকে জড়িয়েছিলেন।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports