করোনা পরিস্থিতিতে বেশ কিছু দেশ অন্যান্য বিদেশি উড়ানে কাটছাঁট করেছে। কিছু দেশে আবার ভারতের মতো করোনা আক্রান্ত দেশের থেকে বিমান প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।তবে, এখনও কিছু দেশের আন্তর্জাতিক উড়ান জারি রয়েছে। পাসপোর্ট থাকলেই এখনও যাওয়া যাবে সেই দেশগুলিতে।রাশিয়া, ইউক্রেন, মিশর, দক্ষিণ আফ্রিকা যাওয়া যাবে এই মুহূর্তে। অন্যদিকে যেই দেশগুলিতে পর্যটক ও কাজের জন্য বেশিরভাগ ভারতীয়রা যান, সেই দেশগুলিতেই বর্তমানে রয়েছে নিষেধাজ্ঞা।সেই নিষেধাজ্ঞা জারি করা দেশগুলির মধ্যে রয়েছে, ব্রিটেন, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, ইউরোপ, সংযুক্ত আরব আমিরশাহী, হংকং, থাইল্যান্ড, শ্রীলঙ্কা।সম্প্রতি মালদ্বীপ, নেপাল ও সংযুক্ত আরব আমিরশাহী ভারতীয়দের প্রবেশের ক্ষেত্রে স্থগিতাদেশ তুলে নিয়েছিল। কিন্তু ভারতে সংক্রমণের বারবাড়ন্তের কারণে আবারও তা স্থগিত করা হয়েছে।আবার কিছু দেশে রয়েছে বাধ্যতামূলক কোয়ারেন্টাইন করার নিয়ম। টার্কি-তে গেলে এই সময়ে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে। তার শেষে আবশ্যিকভাবে করোনা টেস্ট করা হবে। তবেই কোয়ারেন্টাইন সেন্টার ছাড়তে পারবেন তাঁরা।মিশরের ক্ষেত্রে আবার পৌঁছনোর সঙ্গে সঙ্গে বিমানবন্দরেই করোনা টেস্ট করা হবে। পজিটিভ এলেই তাঁকে কোয়ারেন্টাইন ও চিকিত্সার ব্যবস্থা করা হবে।