
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
'ভারত যদি পাকিস্তানে আক্রমণ করে, তাহলে ইসলামাবাদ পূর্ণ শক্তি ব্যবহার করবে। যার মধ্যে পারমাণবিক অস্ত্রও রয়েছে।' প্রকাশ্যে এমনই হুমকি দিয়েছেন রাশিয়ায় নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত মহাম্মদ খালিদ জামালি। গত ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহেলগাঁও হামলার পরই ভারত এবং পাকিস্তানের সম্পর্ক তলানিতে পৌঁছেছে। ইতিমধ্যে নয়াদিল্লি কূটনৈতিক স্ট্রাইক ঘোষণা করেছে ইসলামাবাদের বিরুদ্ধে। যার প্রভাব পড়তে শুরু করেছে পাকিস্তানে। আর তারপর থেকেই ভারতের বিরুদ্ধে গরমাগরম বুলি দিচ্ছে ইসলামাবাদের নেতারা। তবে তাতে কোনও পাত্তা দিচ্ছে নয়াদিল্লি। (আরও পড়ুন: পাকিস্তানের মতো হাল যাতে না হয়, কলকাতার কারখানার বড় পদক্ষেপ)
আরও পড়ুন: পাকিস্তানের আবদালির 'চোখরাঙানি' তো হাস্যকর! ভারতের 'অগ্নি'র ক্ষমতা জানেন?
আরও পড়ুন-পাকিস্তান জঙ্গি দেশ! প্রায় সোজাসুজিই স্বীকার করে নিলেন খোদ প্রাক্তন মন্ত্রী
রাশিয়ার সংবাদমাধ্যম আরটি-কে এক সাক্ষাৎকারে পাকিস্তানের রাষ্ট্রদূত বলেন, 'কিছু ফাঁস হওয়া নথি থেকে জানা গেছে যে ভারত পাকিস্তানের কিছু নির্দিষ্ট এলাকায় হামলার পরিকল্পনা করছে এবং এই সংঘাত আসন্ন।' তিনি বলেন, 'ভারতের উন্মত্ত মিডিয়া এবং সেখান থেকে আসা দায়িত্বজ্ঞানহীন বক্তব্য আমাদের বাধ্য করেছে।' এরপরই হুমকির সুরে পাক রাষ্ট্রদূত বলেন, ‘ভারত এবং পাকিস্তানের কথা বলতে গেলে, আমরা সংখ্যাগত শক্তির এই বিতর্কে জড়াতে চাই না। আমরা প্রচলিত এবং পারমাণবিক উভয় শক্তিই ব্যবহার করব।’ তিনি জোর দিয়ে বলেন, ‘পাকিস্তানের জনগণের সমর্থিত সশস্ত্র বাহিনী পূর্ণ শক্তির সঙ্গেই জবাব দেবে।’ (আরও পড়ুন: পেটে না পড়লে চলবে না লড়াই, অধিকৃত কাশ্মীর নিয়ে বড় নির্দেশ আতঙ্কিত পাকিস্তানের)
আরও পড়ুন: ৪ দিনের 'প্রাণ' বাকি পাক সেনায়, ভিখারি দশাতেই নাকি ভারতকে চোখ রাঙাচ্ছে মুনির
আরও পড়ুন: পাক অধিকৃত কাশ্মীরে সাধারণ মানুষের বাড়ি 'দখল', মরিয়া হয়ে গেছে মুনিরের সেনা
এদিকে পাকিস্তান সরকারের মন্ত্রী হানিফ আব্বাসি ভারতকে হুমকি দিয়েছেন যে, ভারত যদি সিন্ধু জলবণ্টন চুক্তি স্থগিত করে, তবে পাকিস্তান 'যুদ্ধ' করার জন্য প্রস্তুত থাকবে।তিনি বলেছিলেন, পাকিস্তানের অস্ত্রাগারে থাকা ঘোরি, শাহিন এবং গজনবী ক্ষেপণাস্ত্র এবং ১৩০টি পারমাণবিক ওয়ারহেড শুধুমাত্র ভারতের জন্য রাখা হয়েছে। যদি ভারত সিন্ধু জল চুক্তি স্থগিত করে পাকিস্তানের জল সরবরাহ বন্ধ করার সাহস করে, তাহলে পূর্ণ মাত্রার যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে।এছাড়াও পাকিস্তানের আরেক মন্ত্রী আতা উল্লাহ তারার জানিয়েছেন, তাদের কাছে বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্য রয়েছে, যার মাধ্যমে জানা গেছে যে ভারত শিগগিরই পাকিস্তানের বিরুদ্ধে সামরিক আক্রমণ চালাতে পারে। পাকিস্তান জানিয়েছে, ভারত যদি আক্রমণ চালায়, তবে তারা তা কঠোর প্রতিক্রিয়া দিয়ে প্রতিহত করবে। (আরও পড়ুন: নার্ভাস পাকিস্তানের চোখের পাতা এক হচ্ছে না,বুকের ধরফরানি কমাতে এবার কী করবে তারা)
আরও পড়ুন-পাকিস্তান জঙ্গি দেশ! প্রায় সোজাসুজিই স্বীকার করে নিলেন খোদ প্রাক্তন মন্ত্রী
অন্যদিকে গত শুক্রবার জিও নিউজের সাক্ষাৎকারে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছিলেন, ভারতের সামরিক আক্রমণ সম্ভবত অবশ্যম্ভাবী, তবে পাকিস্তান তার অস্তিত্বের জন্য কোন ধরনের হুমকি অনুভব করলে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে। চুক্তি লঙ্ঘন করে সিন্ধু নদীর উপর ভারত কোন কাঠামো নির্মাণ করলে ইসলামাবাদ তাতে হামলা করবে।এরমধ্যেই শনিবার পাক সেনাবাহিনী আবদালি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে। এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ৪৫০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। একই দিনে নির্দেশিকা জারি করে পাকিস্তানের পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা আরোপ করেছে ভারত। এমনকি পাকিস্তানি জাহাজ ভারতীয় বন্দরে প্রবেশ করতে পারবে না বলেও জানানো হয়। এরই জবাবে কয়েক ঘণ্টার মধ্যেই পালটা পদক্ষেপ করেছে পাকিস্তান। ইসলামাবাদের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, ভারতীয় পতাকাবাহী কোনও জাহাজ পাকিস্তানের বন্দরে প্রবেশ করতে পারবে না।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports