রাষ্ট্রসংঘের প্রতিষ্ঠান সুরক্ষা অডিট করেছে দাবি স্পাইসজেটের, অস্বীকার করল ICAO Updated: 14 Dec 2022, 01:22 PM IST Soumick Majumdar ICVM-এর অংশ হিসাবে, ICAO-এর টিম সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের সুরক্ষা তদারকি করে। এর অংশ হিসাবে একাধিক উড়ান সংস্থার পরিদর্শন করে তারা। কিন্তু তার মানে এই নয় যে বিমান সংস্থার অডিট করেছে তারা। এক বিবৃতিতে বিষয়টি স্পষ্ট করেছে ICAO।