দিল্লির মুখ্য়মন্ত্রী কে হবেন তা নিয়ে নানা মহলে জল্পনা ছড়িয়েছিল গত কয়েকদিন ধরেই।। এবার বিজেপির তরফে ঘোষণা করা হল রেখা গুপ্তা হচ্ছে দিল্লির মুখ্য়মন্ত্রী।
সংবাদমাধ্য়মে মুখ খুলেছেন রেখা গুপ্তা। দৃশ্য়তই উচ্ছসিত তিনি। তিনি বলেন, অনেক অনেক ধন্যবাদ। আপনাদের সকলের আশীর্বাদের জন্য় আপনাদের কাছে কৃতজ্ঞ। খবর এএনআই সূত্রে।
ভারতীয় জনতা পার্টি (বিজেপি) রেখা গুপ্তাকে বিধানসভার নেতা হিসেবে ঘোষণা করায় দিল্লির নতুন মুখ্যমন্ত্রীর জন্য অপেক্ষার অবসান ঘটল। ২০ ফেব্রুয়ারি রামলীলা ময়দানে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে শপথ নেবেন রেখা গুপ্তা।
বুধবার সন্ধ্যায় নয়াদিল্লিতে দলের সদর দফতরে নবনির্বাচিত সব বিজেপি বিধায়কদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
বিজেপি নেতারা জানিয়েছেন যে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর সাথে পুরো মন্ত্রিসভাও শপথ নেবে।
বেলা ১১টায় অনুষ্ঠান শুরু হওয়ার কথা রয়েছে। দুপুর ১২.৩৫ মিনিটে লেফটেন্যান্ট গভর্নর ভি কে সাক্সেনা রেখা গুপ্ত এবং মন্ত্রিসভাকে শপথবাক্য পাঠ করাবেন।
রেখা গুপ্তার সংক্ষিপ্ত পরিচিতি
দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের (ডিইউএসইউ) প্রাক্তন সভাপতি ও সাধারণ সম্পাদক রেখা গুপ্তা দিল্লিতে বিজেপি মহিলা মোর্চার সাধারণ সম্পাদক এবং দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য হিসাবে দায়িত্ব পালন করেছেন।