
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
কয়েক সপ্তাহ আগেই মহাকুম্ভ চলাকালীন যাত্রীদের হুড়োহুড়িতে চরম বিশৃঙ্খলার পরিস্থিতি তৈরি হয়েছিল নয়াদিল্লি রেল স্টেশনে। এর জেরে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছিল অন্তত ১৮ জন যাত্রীর। একবার ফের সেই বিভীষিকাময় স্মৃতি ফিরে এল নয়াদিল্লি রেল স্টেশনে। রিপোর্ট অনুযায়ী, ২৩ মার্চ রাতে বেশ কয়েকটি ট্রেন ছাড়তে দেরি হওয়ায় ১২ ও ১৩ নম্বর প্ল্যাটফর্মে যাত্রীদের প্রচণ্ড ভিড় দেখা দিয়েছিল। পুলিশ আধিকারিক এবং রেল কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন। সঙ্গে এও দাবি করা হয়, পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়। রিপোর্ট অনুযায়ী, এই পরিস্থিতি তৈরি হয়েছিল রাত ৯টা নাগাদ। (আরও পড়ুন: বাংলাদেশে চলছে কানাঘুষো, এরই মাঝে জুলাই আন্দোলনকারীদের বড় বার্তা সেনা প্রধানের)
আরও পড়ুন: ২০২৪-এর প্রথম ১১ মাসে বাংলায় লগ্নি প্রস্তাব ৩৯১৩৩ কোটির, আর বাস্তবায়ন হয়েছিল...
আরও পড়ুন: চিন্ময় কৃষ্ণ দাস প্রভুর জামিন মামলায় বড় নির্দেশ বাংলাদেশ হাইকোর্ট বেঞ্চের
পুলিশ জানিয়েছে, শিব গঙ্গা এক্সপ্রেস (রাত ৮টা ৫ মিনিটে ছাড়ার কথা ছিল), জম্মু রাজধানী এক্সপ্রেস (রাত ৯টা ২৫ মিনিটে ছাড়ার কথা ছিল), লখনউ মেল (রাত ১০টা ৫ মিনিটে ছাড়ার কথা ছিল) এবং মগধ এক্সপ্রেস (রাত ৯টা ৫ মিনিটে ছাড়ার কথা ছিল) ট্রেনগুলি বিলম্বিত হয়। এদিকে বিভ্রান্তি বাড়ে স্বতন্ত্র সেনানি এক্সপ্রেস ঘিরে। ট্রেনটি রাত ৯টা ১৫ মিনিটে ছাড়ার কথা থাকলেও সময়ের অনেক আগে এবং অন্য ট্রেনের আগে প্ল্যাটফর্মে চলে আসে। (আরও পড়ুন: ভারতের চিন্তা বাড়িয়ে চিন সফরে কি কোনও চুক্তি করবেন বাংলাদেশের ইউনুস?)
আরও পড়ুন: মোদী-ইউনুস বৈঠক নিয়ে জয়শংকরের বক্তব্যের পর কী বললেন বাংলাদেশি বিদেশ উপদেষ্টা?
আরও পড়ুন: 'বাংলাদেশে শত্রু নয় চিন, তারা প্রতিদ্বন্দ্বী', ইউনুসের সফরের আগে দাবি জয়শংরের
এদিকে ট্রেনের বিলম্বের জেরে ১২ এবং ১৩ নম্বর প্ল্যাটফর্মে প্রচুর যাত্রীর ভিড় জয়ে গিয়েছিল। কোনও অপ্রীতিকর ঘটনা এড়াতে দ্রুত ভিড় নিয়ন্ত্রণের ব্যবস্থা নেওয়া হয়। উত্তর রেলের এক জনসংযোগ আধিকারিক বলেন, 'প্রচণ্ড ভিড় ছিল কিন্তু যাত্রীদের পদপিষ্ট হওয়ার মতো পরিস্থিতি ছিল না নয়াদিল্লি রেল স্টেশনে।' আরপিএফের এক আধিকারিক বলেন, 'আমরা সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে প্ল্যাটফর্মে পৌঁছে গিয়েছিলাম। কিন্তু কিছুই হয়নি, ট্রেন আসতে শুরু করায় ভিড় কমতে থাকে।' এদিকে ডিসিপি (রেলওয়ে) কেপিএস মালহোত্রা বলেন, 'কোনও যাত্রী পদপিষ্ট হননি। কেবলমাত্র প্রচণ্ড ভিড় ছিল। কয়েকটি ট্রেন ছাড়তে দেরি হওয়ায় অতিরিক্ত ভিড় তৈরি হয়েছিল। ট্রেন ছাড়তে শুরু করার পর পরিস্থিতি শুধরে যায়।'
6.88% Weekly Cashback on 2025 IPL Sports