
Baji
৳7,777 IPL 2025 Sports Bonus
গুজরাতে গৌরব যাত্রার তিনটি রুটের সূচনা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি জানিয়ে দিলেন অন্তত দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে গুজরাতে জয়ী হবে বিজেপি।
তাঁর দাবি, কংগ্রেস জমানায় একের পর এক সাম্প্রদায়িক হিংসা ছড়াত। কোনও উন্নয়ন হত না। অমিত শাহ জানিয়েছেন, গত ২০ বছর ধরে বিজেপির যে জয়যাত্রা সেটাকে স্মরণ করেই এই গৌরব যাত্রা।
তিনি বলেন, অনেকে বলছেন এই যাত্রায় গৌরবের কি আছে? মোদীর নেতৃত্বের প্রতি বার বার আস্থা দেখিয়েছে গুজরাত। বিজেপিও তাঁদের আশা পূরণ করেছে। গুজরাত আজ দেশের সেরা রাজ্য। সেই বিজয়কে উদযাপনের জন্য়ই এই যাত্রা।
এবছরও এই যাত্রা গুজরাতে বিজেপির বিজয় রথকে এগিয়ে নিয়ে যাবে বলে জানিয়েছেন তিনি। সেই ১৯৯০ সাল থেকে এই যাত্রাই নিশ্চিত করেছে যে বিজেপি পরাজিত হয় না।
এদিকে চলতি বছরের শেষ দিকেই গুজরাতে ভোট হতে পারে। আর গত ২৭ বছর ধরে গুজরাতে ক্ষমতায় রয়েছে বিজেপি। দু দশকে গুজরাতের নানা উন্নয়নকে মানুষের দুয়ারে নিয়ে যেতে চাইছে বিজেপি।
অমিত শাহ বলেন, কংগ্রেসের জমানায় আপনারা কী এরকম বিদ্যুৎ পেতেন? মোদীজির আগে আপনারা মা নর্মদার জল কি আগে পেতেন? বিজেপির আগে কি সানন্দ ও আমেদাবাদ জেলায় এমন শিল্প গড়ে উঠেছিল? আগে তো ৩০০দিনই দাঙ্গা হত গুজরাতে। কংগ্রেস জমানায় উন্নয়নের কোনও ব্যাপার ছিল না। ৩৬৫ দিনের মধ্যে ৩০০ দিনই কার্ফু থাকত গুজরাতে। আর গত ২০ বছরে গুজরাতে কার্ফুর কোনও ব্যাপারই নেই।
৳7,777 IPL 2025 Sports Bonus