করমুক্ত দ্রব্যের তালিকা কমাতে পারে জিএসটি কাউন্সিল। তাছাড়া উত্পাদিত দ্রব্যের তুলনায় কাঁচামালে অতিরিক্ত করের যে অসামাঞ্জস্য রয়েছে, তারও সংশোধন করা হবে। এমনটাই জানিয়েছেন রেভেনিউ সেক্রেটারি তরুণ বাজাজ।চার চাকার বর্তমান করের হার (২৮%) আরও কয়েক বছরের জন্য প্রযোজ্য হবে বলে জানালেন তরুণ বাজাজ। বুধবার কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির ভার্চুয়াল বার্ষিক সভায় এ বিষয়ে আলোচনা করেন তিনি।এ বিষয়ে জিএসটি কাউন্সিল আগামী কয়েক সপ্তাহের মধ্যেই বৈঠক করবে বলে জানিয়েছেন তিনি। তবে তারিখ এখনও স্থির করা হয়নি। তরুণ বাজাজ বলেন, সরকারের নীতি হল 'একটি স্থিতিশীল কর ব্যবস্থা গড়ে তোলা।'যানবাহন শিল্পের খাতে কর বেশি হওয়ার অভিযোগ এদিন স্বীকার করে নেন তিনি। রেভেনিউ সেক্রেটারি বলেন, 'অনেক কিছুই আছে যা আমার বদলে দেখতে ইচ্ছা করে। কিন্তু আমাদের মনে রাখতে হবে, সবকিছুর উর্ধ্বে আমাদের প্রয়োজন স্থিতিশীল কর ব্যবস্থা। যাতে সম্পূর্ণ পরোক্ষ করের ক্ষেত্রটা স্টেবিলাইজ করা যায়, সেটাই আমাদের লক্ষ্য।'