বিশ্ব বাজারে দুর্বল আছে। সেই রেশ ধরে সোমবার ভারতেও কমল সোনা এবং রুপোর দাম। সপ্তাহের প্রথম কর্মদিবসে এমসিএক্স সূচকে ১০ গ্রাম গোল্ড ফিউচার্সের দাম কমে দাঁড়িয়েছে ৫১,৩২৫ টাকা। অন্যদিকে, এক কিলোগ্রাম রুপোর দর ৬২,৫১৮ টাকায় ঠেকেছে।
রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের পরিপ্রেক্ষিতে একটা সময় ভারতীয় বাজারে সোনার দাম ক্রমশ বাড়ছিল। গত মার্চের শুরুর দিকে তো ১০ গ্রাম হলুদ ধাতুর দাম ৫৬,০০০ টাকার স্তরে পৌঁছে গিয়েছিল। ভারতের বাজারে রেকর্ড তৈরি করতে পারে বলে আশঙ্কা তৈরি হয়ছিল। যদিও ৫৬,১৯১ টাকার রেকর্ড অক্ষত থেকে গিয়েছে। বরং গত দু'মাসে ১০ গ্রাম সোনার দাম ৪,৫০০ টাকা কমেছে।
(ভারত এবং কলকাতায় সোনা ও রুপোর দাম কত থাকছে? রোজ দেখুন এখানে)
বিশ্ব বাজারে সোনার দাম
সোমবার বিশ্ব বাজারে এক আউন্স স্পট গোল্ডের দাম ০.৬ শতাংশ কমে ঠেকেছে ১,৮৭১.৯৬ ডলারে। বিশেষজ্ঞদের বক্তব্য, প্রায় দু'দশকের সর্বোচ্চ স্তরে পৌঁছে গিয়েছে মার্কিন ডলার সূচক। যা অন্যান্য মুদ্রাধারীদের কাছে সোনার আগ্রহ কমিয়ে দিয়েছে। মূলত বিশ্বের আর্থিক বৃদ্ধি এবং ক্রমবর্ধমান সুদের হার বৃদ্ধি নিয়ে উদ্বেগের মধ্যে মার্কিন ডলার শক্তিশালী হয়ে গিয়েছে।