
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
নাগাড়ে কয়েক দিন পতনের পরে মঙ্গলবার বাজারে সোনার দাম বাড়ল। এ দিন এমসিএক্স সূচকে ০.৩৫% দর বাড়ার জেরে প্রতি ১০ গ্রাম সোনার দাম যাচ্ছে ৪৭,১৮০ টাকা। এর আগের মাসে সোনার দাম বেড়ে ১০ গ্রামে ৪৮,০০০ টাকা পর্যন্ত পৌছেছিল।
সোনার পাশাপাশি এ দিন রুপোর দামেও ০.৭% উত্থান দেখা গিয়েছে সূচকে। এর জেরে প্রতি কেজি রুপোর দাম যাচ্ছে ৪৭,৭১৯ টাকা।
আন্তর্জাতিক বাজারে এ দিন সোনার দামে চড়াই-উতরাই না দেখা দেওয়ার মূল কারণ ফেডেরাল রিজার্ভের ঘোষণা, যাতে ব্যক্তিগত কর্পোরেট বন্ড কিনবে বলে ঘোষণা করে আমেরিকার কেন্দ্রীয় ব্যাঙ্ক। এ ছাড়া শেয়ারবাজার কিছুটা চাঙ্গা হওয়ার জেরেও সোনার দাম বিশেষ চড়েনি।
স্পট গোল্ড সূচকে এ দিন প্রতি আউন্স সোনার দাম যাচ্ছে ১,৭২৫.২৩ ডলার। তবে রুপোর দরে ০.৪% পতনের জেরে প্রতি আউন্সের দাম যাচ্ছে ১৭.৩৭ ডলার।
বিশ্বজুড়ে প্রধান ব্যাঙ্কগুলি বাজার চাঙ্গা করার উদ্দেশে বিভিন্ন আর্থিক প্যাকেজ ঘোষণা করার ফলে সোনার দাম বাড়ার প্রবণতা দেখা দেয়। নিরাপদ বিনিয়োগের ধারণায় সোনায় লগ্নির পরিমাণও বাড়তে দেখা যায়।
এ দিন কোটাক সিকিউরিটিজ-এর তরফে জানানো হয়েছে, এই সমস্ত পদক্ষেপের জেরে সোনার দাম কমলেও বিনিয়োগকারীদের চিন্তার বিশেষ কারণ নেই। যদিও বিশ্ববাজারে বৃদ্ধির হার না চড়লে সোনার চাহিদা কিছুটা হলেও মার খেতে পারে।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports