বুধবার ভারতীয় বাজারে সামান্য বাড়ল সোনার দাম। এমসিএক্স সূচকে ১০ গ্রাম সোনার দাম ২১০ টাকা বা ০.৪৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪৯,৩৮৫ টাকা। অন্যদিকে বেড়েছে রুপোর দাম। এক কিলোগ্রাম রুপোর দাম ০.৯২ শতাংশ বা ৫১৮ টাকা বেড়ে ৫৬,৮৪১ টাকায় ঠেকেছে।
গত কয়েকদিন ধরে ভারতীয় বাজারে সোনার দাম বেশ দুর্বল থেকেছে। ছয় মাসের সর্বনিম্ন স্তরের কাছে ঘোরাফেরা করেছে হলুদ ধাতু। বুধবার সামান্য দাম বাড়লেও সেই স্তরের কাছেই সোনা আছে। তারইমধ্যে বিশ্ব বাজারে অবিচল আছে সোনার দাম। এক আউন্স স্পট গোল্ডের দাম ১,৬৬৩,৭৩ ডলারে ঠেকেছে। সামান্য বেড়েছে মার্কিন গোল্ড ফিউচার্সের দাম।
বিশেষজ্ঞদের বক্তব্য, বুধবার মার্কিন কেন্দ্রীয় ব্যাঙ্ক ফেডারেল রিজার্ভের দু'দিনের নীতি সংক্রান্ত বৈঠক শেষ হবে। সেই বৈঠকের শেষে সুদের হার বাড়ানো হতে পারে বলে জল্পনা তুঙ্গে উঠেছে। সেই সুদের হারের ভিত্তিতে সোনার দাম নির্ভর করবে বলে বক্তব্য বিশেষজ্ঞদের।
বুধবার কলকাতার খুচরো বাজারে সোনা এবং রুপোর দাম (জিএসটি ছাড়া)