লিভ ইন সম্পর্কে ছিলেন তারা। সম্পর্কটা খারাপ ছিল না। তরুণীকে নানা ধরনের উপহার দিতেন যুবক। ভালোই কাটছিল দিনগুলো। এমন সময়ই ছন্দপতন।
এদিকে সম্প্রতি সম্পর্ক ভেঙে গিয়েছিল। তার জেরেই টাকাপয়সা গয়না ফেরত চান ওই তরুণী। এরপরই রেগে লাল হয়ে যান ওই তরুণী। এবার প্রেমিকার বিরুদ্ধে অভিযোগ যে তিনি যুবককে মারধর করে বিষ খাইয়ে দেন। ওই যুবক আশঙ্কাজনক। শৈলেন্দ্র গুপ্ত নামে এক যুবককে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই যুবক উত্তরপ্রদেশের হামিরপুরের বাসিন্দা।
সূত্রের খবর, ওই তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল। শৈলেন্দ্র ও ওই তরুণী একসঙ্গে থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন। সেই মতো তাঁরা একসঙ্গে থাকছিলেন। এদিকে ওই তরুণীর চাহিদা ক্রমশ বাড়ছিল। ওই যুবক পেশায় মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভ। তারা যখন লিভ ইনে ছিলেন তখন তরুণীকে লাখ লাখ টাকার গয়না কিনে দিতেন। এমনকী নগদ টাকাও দিতেন তিনি। তবে কিছুদিন ধরেই সন্দেহ হচ্ছিল ওই যুবকের। তাঁর মূলত সন্দেহ ছিল যে ওই তরুণী অন্য সম্পর্কে রয়েছেন। এরপরই রেগে যান যুবক। তিনি জানিয়ে দেন আর থাকা যাবে না। এরপর তিনি এতদিন ধরে যে জিনিসপত্র গুলি দিয়েছেন সেগুলি ফেরত চান।
এদিকে ভাড়া বাড়িতে যান ওই যুবক যেখানে ওই তরুণী থাকতেন। সেখানেই ওই তরুণীর সঙ্গীরা থাকতেন। এদিকে ওই তরুণীর কাছে যুবক দাবি করেন যাতে তার দেওয়া জিনিসপত্র ফেরত দিয়ে দেওয়া হয়। এরপরই শুরু হয় বচসা। এরপর ওই যুবককে ধরে মারধর করা হয় বলে অভিযোগ। এরপরই তাকে বিষ খাইয়ে দেওয়া হয় বলে অভিযোগ। তারপরই তার অবস্থা আশঙ্কাজনক। এদিকে এই ঘটনার পর থেকেই পলাতক ওই তরুণী ও তার সঙ্গীরা। ওই যুবকের অবস্থা আশঙ্কাজনক। এই ঘটনায় অভিযুক্তদের খোঁজ চলছে।