ইউক্রেনের বর্তমান পরিস্থিতি নিয়ে বিদেশ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির কাছে একটি বিস্তারিত ব্রিফিং পেশ করলেন বিদেশ সচিব হর্ষ বর্ধন শ্রীংলা। সোমবার তিনি এই ব্রিফিং পেশ করেন। যুদ্ধবিধ্বস্ত দেশ থেকে ভারতীয় নাগরিকদের সরিয়ে নিয়ে আনার বিষয়ে সরকারের তত্পরতার উপর বিশেষ জোর দেওয়া হয় ব্রিফিংয়ে।
বিষয়টি নিয়ে অবগত এক কর্তা হিন্দুস্তান টাইমসকে এই ব্রিফিং প্রসঙ্গে বলেন, ‘ইউক্রেন থেকে ভারতীয় নাগরিকদের ফেরানোর জন্য সরকারের 'অপারেশন গঙ্গা' সম্পর্কে বিস্তারিত জানানো হয়েছে কমিটিকে। জানানো হয়েছে যে কীভাবে ইউক্রেনের প্রতিবেশী পাঁচটি দেশ - হাঙ্গেরি, পোল্যান্ড, রোমানিয়া, স্লোভাকিয়া এবং মলডোভার সাথে চিহ্নিত চেকপোস্টের মাধ্যমে উদ্ধারকাজ এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। উদ্ধারকাজে সহায়তার জন্য রুশ-ভাষী অফিসারদের এই দেশগুলির চেকপোস্ট এবং ভারতীয় দূতাবাসগুলিতে পাঠানো হয়েছে।’
এদিকে বিজেপি সাংসদ পিপি চৌধুরীর নেতৃত্বাধীন কমিটি বিদেশ সচিবকে আরও অনেক বিষয়ে প্রশ্ন করেন। ইউক্রেনে আটকে পড়া ভারতীয়দের থাকা, খাওয়ার ব্যবস্থা সম্পর্কে প্রশ্ন করা হয় শ্রীংলাকে। এদিকে বিদেশ সচিব কমিটিকে জানান, আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার সঙ্গে মিলে ভারতীয়দের দেশে ফেরানোর কাজ এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। পাশাপাশি কমিটিকে আরও জানানো হয়েছে যে রাষ্ট্রসংঘে ভারত অবিলম্বে সংঘর্ষ বন্ধএর দাবি তুলেছে। পাশাপাশি ভারত জানিয়েছে, রাষ্ট্রসংঘের চার্টার অনুযায়ী যেকোনও স্বাধীন দেশের সার্বভৌমত্ব এবং অখণ্ডতাকে শ্রদ্ধা করে ভারত।
এদিকে সূত্রের খবর, রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে ভারতের গঠনমূলক ভূমিকার প্রশংসা করে কমিটি। সর্বসম্মতিক্রমেই এই প্রশংসা কুড়োয় সরকার। পরিস্থিতি কঠিন হলেও সরকার যেভাবে ভারতীয় নাগরিকদের, বিশেষ করে ছাত্রদের ইউক্রেন থেকে ফিরিয়ে আনার জন্য ব্যবস্থা নিয়েছে, তারও ভূয়সী প্রশংসা করেছে কমিটি।