গত বছরের অগস্ট মাসে শেখ হাসিনা সরকারের পতন এবং তারপর মহম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী প্রশাসন কার্যকর হওয়ার থেকে বাংলাদেশের নানা প্রান্তে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি মুছে ফেলার বহু চেষ্টা দেখা গিয়েছে। মুজিবুরের মূর্তি ভাঙা থেকে শুরু করে, তাঁর মূর্তিতে উঠে রীতিমতো তাণ্ডব চালানো, তাঁর ম্যুরাল ক্ষতবিক্ষত করে দেওয়া, বাংলাদেশি টাকার নোট থেকে পর্যায়ক্রমে মুজিবের ছবি মুছে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ কিংবা স্কুলের পাঠ্যসূচি বদলে দেওয়া - নয়া বাংলাদেশে মুজিবের স্মৃতি চিরতরে মুছে ফেলার অপচেষ্টা চলছে, এমন অভিযোগ বারবার উঠেছে।
এই প্রেক্ষাপটে এবার ভিন্ন সুর শোনা গেল বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক ই আজমের গলায়। আজ (বৃহস্পতিবার - ১৭ এপ্রিল, ২০২৫) মুজিবনগর স্মৃতি কমপ্লেক্সে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, বর্তমান অন্তর্বর্তী প্রশাসনের অন্তত মুজিবনগর সরকারের নাম পরিবর্তন করার কোনও ইচ্ছা নেই।
এর কারণ হিসাবে ফারুক ব্যাখ্যা দেন, মুজিবনগর সরকার স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। সেই ইতিহাস কখনও মোছা যায় না। ইতিহাসকে তার জায়গাতেই রাখতে হয়। তাই, এক্ষেত্রে নাম বদলের কোনও পরিকল্পনা নেই।
এই প্রসঙ্গে ফারুক বলেন, 'মুজিবনগর সরকার যখন গঠিত হয়, তখন এটি ছিল প্রবাসী অস্থায়ী সরকার। পরবর্তীতে এটির মুজিবনগর সরকার হিসাবে নামকরণ করা হয়। এটি আমাদের বাস্তব ইতিহাস। ইতিহাসের উপর কোনও কিছু আরোপ করা যায় না। ইতিহাস ইতিহাসই। এই সরকারের শপথগ্রহণ দেশের একটি গৌরবোজ্জ্বল অধ্যায়। এটি চিরকাল শ্রদ্ধা ভালোবাসার মধ্য দিয়ে সবার স্মরণ রাখা দরকার।'
এদিন ভোরে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গেই মুজিবনগর স্মৃতিসৌধে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করা হয়, জাতীয় সঙ্গীত গাওয়া হয় এবং উপদেষ্টাকে গার্ড অফ অনার দেওয়া হয়। এরপর ফারুক স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।
এরপরই তিনি সাংবাদিকদের মুখোমুখি হন এবং পরবর্তীতে পুরো চত্বরটি পরিদর্শন করেন। এই চত্বরে যে ভাস্কর্যগুলি নষ্ট করে ফেলা হয়েছে, সেই বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা বলেন, 'পুরো স্থাপনা আমি ঘুরে দেখব। দ্রুত ভাস্কর্যগুলি স্থাপনের উদ্যোগ নেওয়া হবে। তবে ঐতিহাসিক বস্তুনিষ্ঠতার উপর ভিত্তি করে স্থাপনাগুলি নির্মাণ করা হবে। ভুল কিছু এখানে আরোপিত করা হবে না, সত্যিকার ইতিহাস মোচনও করা হবে না।'