বাংলা নিউজ > ঘরে বাইরে > Facebook and instagram returns: ঘণ্টাখানেক পরে ‘সুস্থ’ ফেসবুক ও ইনস্টাগ্রাম! নেটপাড়া বলল ‘পাসওয়ার্ড মনে আছে?’
পরবর্তী খবর
Facebook and instagram returns: ঘণ্টাখানেক পরে ‘সুস্থ’ ফেসবুক ও ইনস্টাগ্রাম! নেটপাড়া বলল ‘পাসওয়ার্ড মনে আছে?’
1 মিনিটে পড়ুন Updated: 05 Mar 2024, 09:58 PM ISTAyan Das
ফেসবুক অ্যাকাউন্ট থেকে লগ-আউট হয়ে গিয়েছিল? ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কাজ করছিল না? আচমকা এরকম ঘটনার সম্মুখীন হতে হচ্ছিল? মনে হচ্ছিল যে অ্যাকাউন্ট হ্যাক হয়ে গিয়েছে? অনেকেরই একইরকম সমস্যা হচ্ছিল। অবশেষে ফিরল ফেসবুক ও ইনস্টাগ্রাম।
ইনস্টাগ্রাম ও ফেসবুক সমস্যা করছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এপি)
ঘণ্টাখানেক পরে ‘সুস্থ’ হয়ে ফিরল ফেসবুক এবং ইনস্টাগ্রাম। তারপর যেন আবার প্রাণ ফিরে পেলেন নেটিজেনরা। এখন আগের মতোই ফেসবুক এবং ইনস্টাগ্রামে লগইন করা হচ্ছে। আর তা নিয়ে মজায় মেতেছেন নেটিজেনরা। তাঁরা বলতে শুরু করেছেন, যেন চতুর্থ বিশ্বযুদ্ধ শেষ হল। অনেকেই আবার বলতে শুরু করেছেন, ‘কি, পাসওয়ার্ড মনে আছে তো?’
ঠিক কী হয়েছিল ফেসবুক ও ইনস্টাগ্রামে?
নিজে থেকেই ফেসবুক অ্যাকাউন্ট লগ-আউট হয়ে গিয়েছে? ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কাজ করছে না? আপনার একার এরকম হয়নি। একই ঘটনার সম্মুখীন হতে হয়েছে বলে দাবি তুলছেন অনেকেই। তাঁরা দাবি করেছেন যে রাত ন'টা নাগাদ আচমকা ফেসবুক অ্যাকাউন্ট লগ-আউট হয়ে গিয়েছে। ইনস্টাগ্রাম থেকে লগ-আউট না হলেও সেখানে কোনও কিছু লোড হচ্ছে না। দেখাচ্ছে না কিছু। বিশেষত ফেসবুক থেকে লগ-আউট হয়ে যাওয়ায় অনেকে ভেবেছিলেন যে অ্যাকাউন্ট হ্যাক হয়ে গিয়েছে। কেউ-কেউ লগইন করতে না পারায় আবার পাসওয়ার্ড পালটানোর পথেও হাঁটতে থাকেন। তারইমধ্যে অন্যান্যদেরও একই পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে বলে জানার পরে তাঁরা কিছুটা শান্তি পেয়েছেন। আর তারপরই সোশ্যাল মিডিয়ায় মিমের বন্যা উঠেছে। মূলত এক্সে ছড়িয়ে পড়েছে অসংখ্য মিম। ফেসবুক ও ইনস্টাগ্রামে মিম শেয়ার করতে না পেরে অনেকে হোয়্যাটসঅ্যাপেও সেগুলি পোস্ট করে দিচ্ছেন।
'আয়রন ম্যান' রবার্ট ডি জুনিয়রের হাঁফ ছেড়ে বাঁচার একটি ছবি পোস্ট করে এক নেটিজেন বলেন, 'টুইটারে এসে দেখলাম যে ফেসবুক এবং ইনস্টাগ্রাম ডাউন হয়ে গিয়েছে। সেটা দেখে হাঁফ ছেড়ে বাঁচলাম যে আমার অ্যাকাউন্ট কেউ হ্যাক করে নেয়নি।' অপর একজন আবার বলেন, ‘ফেসবুক ও ইনস্টাগ্রাম ডাউন কিনা, সেটা দেখার জন্য আপনি এক্সে এসেছেন। সকলেরই একই হাল।’
অনলাইনে বিভিন্ন পরিষেবা ব্যাহত হওয়ার উপর নজরদারি সংস্থা ‘ডাউন ডিটেক্টর’-র (Downdetector) তথ্য অনুযায়ী, মঙ্গলবার রাত ৮ টা ৪৭ মিনিটে ফেসবুক নিয়ে ১০,১১৫টি অভিযোগ জমা পড়েছে। যা রাত ৯ টা ৫ মিনিটে বেড়ে দাঁড়ায় ২৬,৮৯৮। অথচ রাত ৮ টা ১৭ মিনিটেই সেরকম অভিযোগের সংখ্যা ছিল মাত্র দুই। অন্যদিকে, রাত ৮ টা ৩৪ মিনিটে যেখানে একটিও অভিযোগ জমা পড়েনি, সেখানে রাত ৯ টা ৪ মিনিটে সেই সংখ্যাটা দাঁড়িয়েছে ১৩৩।
অনেকে আবার মজা করে পুরো বিষয়টির সঙ্গে ফেসবুক, ইনস্টাগ্রামের মূল সংস্থা মেটার মালিক মার্ক জুকারবার্গের সাম্প্রতিক কার্যক্রমকে জুড়ে দিয়েছেন।যিনি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানির ছেলে অনন্তের প্রাক-বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে এসেছেন। সেটার প্রসঙ্গ টেনে এক নেটিজেন বলেন, ‘নিজের কাজকর্ম ছেড়ে অনন্ত আম্বানির প্রাক-বিয়ের অনুষ্ঠানে খেতে এসেছেন মার্ক জুকারবার্গ। তাই এই হাল হয়েছে।’ একইসুরে অন্য নেটিজেনরাও রসিকতায় মেতেছেন।