জগদীপ ধনখড়ের আচমকা পদত্যাগ করার পরেই দেশে দ্রুত নতুন উপরাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া শুরু করেছে জাতীয় নির্বাচন কমিশন। বুধবার এক বিজ্ঞপ্তিতে কমিশন বলেছে, প্রস্তুতির ধাপগুলি সম্পূর্ণ হলেই উপরাষ্ট্রপতি নির্বাচনের সূচি ঘোষণা করা হবে।২২ জুলাই ধনখড়ের পদত্যাগের সরকারি গেজেট বিজ্ঞপ্তি জারি করেছে কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রক। সংবিধানের অনুচ্ছেদ ৬৮(২) অনুযায়ী, উপরাষ্ট্রপতি যদি পদত্যাগ করেন, তবে যত দ্রুত সম্ভব নির্বাচন আয়োজনের বাধ্যবাধকতা রয়েছে নির্বাচন কমিশনের উপর। সেই প্রক্রিয়াই এখন শুরু হল আনুষ্ঠানিকভাবে।
উপরাষ্ট্রপতি পদে জগদীপ ধনখড়ের আকস্মিক পদত্যাগে দেশের রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। জগদীপ ধনখড় অবশ্য ইস্তফার কারণ হিসেবে জানিয়েছেন শারীরিক অসুস্থতা। কিন্তু তা আদৌ ‘আসল’ কারণ কিনা তা নিয়ে চলছে জল্পনা।তারমধ্যে চর্চা শুরু হয়েছে, কে বসবেন দেশের দ্বিতীয় সর্বোচ্চ সাংবিধানিক পদে। এই আবহে বুধবার নির্বাচন কমিশন এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সংবিধানের ৩২৪ নম্বর অনুচ্ছেদের অধীনে তারা উপরাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব গ্রহণ করেছে। এই নির্বাচন পরিচালিত হবে ১৯৫২ সালের ‘প্রেসিডেন্ট এবং ভাইস-প্রেসিডেন্ট নির্বাচন আইন’ এবং ১৯৭৪ সালের সংশ্লিষ্ট বিধিমালার ভিত্তিতে।জানা গিয়েছে, নির্বাচনের আগে রাজ্যসভা এবং লোকসভা সদস্যদের নিয়ে তৈরি করা হবে ইলেক্টোরাল কলেজ। নিয়োগ করা হবে রিটার্নিং এবং সহকারী রিটার্নিং অফিসার এবং প্রস্তুত করতে হবে অতীতের সমস্ত উপরাষ্ট্রপতি নির্বাচনের সামগ্রিক তথ্য।
আরও পড়ুন-সম্পর্কের বরফ গলছে! গালওয়ান পর্বের পরে প্রথম চিনা নাগরিকদের ট্যুরিস্ট ভিসা ভারতের
ভারতীয় সংবিধান অনুসারে, যদি উপরাষ্ট্রপতি তাঁর পদ থেকে পদত্যাগ করেন, তাহলে তাঁর পদ পূরণের জন্য যত তাড়াতাড়ি সম্ভব একজন নতুন উপরাষ্ট্রপতি নির্বাচন করতে হবে।নির্বাচন শূন্য হওয়ার তারিখ থেকে ছয় মাসের মধ্যে অনুষ্ঠিত হওয়া উচিত। এই নির্বাচন সম্পন্ন না হওয়া পর্যন্ত, উপরাষ্ট্রপতির দায়িত্ব, বিশেষ করে রাজ্যসভার চেয়ারম্যানের দায়িত্ব, রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান অথবা রাষ্ট্রপতি কর্তৃক অনুমোদিত রাজ্যসভার অন্য কোনও সদস্য দ্বারা পালন করা হয়। বর্তমানে ডেপুটি চেয়ারম্যান পদে রয়েছেন জেডিইউ সাংসদ হরিবংশ সিং। এদিকে, জগদীপ ধনখড় আকস্মিক পদত্যাগের নেপথ্যে স্বাস্থ্যগত কারণ দেখালেও, রাজধানীর রাজনৈতিক মহলে নানা জল্পনা অব্যাহত। কে হবেন তাঁর উত্তরসূরি, তা নিয়ে ইতিমধ্যেই আগ্রহ তুঙ্গে।তালিকায় উঠে আসছে একাধিক নাম।
আরও পড়ুন-সম্পর্কের বরফ গলছে! গালওয়ান পর্বের পরে প্রথম চিনা নাগরিকদের ট্যুরিস্ট ভিসা ভারতের
ধনখড়ের উত্তরসূরি হওয়ার সম্ভাবনা রয়েছে বিহারের বর্তমান মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের। চলতি বছরেরে শেষে বিহারে বিধানসভা নির্বাচন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ৭৪ বছরের নীতীশকে এবার তরুণ প্রজন্মের জন্য জায়গা ছেড়ে দিতে হতে পারে। সেক্ষেত্রে তাঁর নাম ভাবা হচ্ছে ধনখড়ের উত্তরসূরি হিসেবে। তালিকায় জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা এবং দিল্লির ভিকে সাক্সেনার নামও রয়েছে। জল্পনা-কল্পনার শীর্ষে রয়েছে হরিবংশ নারায়ণ সিং-এর নাম। সংবাদমাধ্যমের খবরে জেডিইউ সাংসদ হরিবংশ নারায়ণ সিং-কে উপরাষ্ট্রপতি পদের জন্য "স্পষ্ট পরবর্তী পছন্দ" হিসেবে উল্লেখ করা হয়েছে৷ কারণ তিনি বর্তমানে রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান। সংবিধানের নিয়ম অনুসারে, সিং আজ, বুধবার থেকে রাজ্যসভার চেয়ারম্যান (ভিপি) হিসাবে দায়িত্ব পালন করবেন, ধনখড়ের অনুপস্থিতিতে, যতক্ষণ না নতুন উপ-রাষ্ট্রপতি নির্বাচিত হন।জল্পনা-কল্পনার শীর্ষে রয়েছে হরিবংশ নারায়ণ সিং-এর নাম। সংবিধানের নিয়ম অনুসারে, তিনি বুধবার থেকে রাজ্যসভার চেয়ারম্যান (ভিপি) হিসাবে দায়িত্ব পালন করবেন, ধনখড়ের অনুপস্থিতিতে, যতক্ষণ না নতুন উপ-রাষ্ট্রপতি নির্বাচিত হন।