অফিস আওয়ারে ভিড়ে ঠাসা মেট্রোয় আরও একবার অভব্য আচরণের অভিযোগ উঠল। ঘটনা দিল্লির। জানা গিয়েছে অভিযুক্ত ৩৯ বছরের সঞ্জীব কুমার কৃষ্ণণ নগরের বাসিন্দা। তাঁর বিরুদ্ধে ভিড় মেট্রোয় এক মহিলার গোপনাঙ্গে হাত রেখে বারবার উত্যক্ত করার অভিযোগ রয়েছে। এরপরই ভরা মেট্রোয় ব্যক্তিকে তুলোধনা করে পুলিশের দ্বারস্থ হন মহিলা।
মহিলার অভিযোগের ভিত্তিতে পুলিশ ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে। ওই ব্যক্তির বিরুদ্ধে ৩৫৪ ধারা লাগু করে পুলিশ কেস লাগু করা হয়েছে। গত ২১ এপ্রিল ওই মহিলা দিল্লির যমুনা ডিপো পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করেন। তিনি অভিযোগে জানান, কড়কড়ডুমা স্টেশন থেকে তিনি ব্লুলাইনে যাওয়ার সময় ওই ঘটনা ঘটে যায়। সেই সময় ট্রেনে খুবই ভিড় ছিল। আর ভিড়ের সুযোগে ওই ব্যক্তি তাঁর কাছে আসতে থাকেন। এরপরই ওই ব্যক্তি আপত্তিকরভাবে মহিলাকে ছুঁতে থাকেন বলে অভিযোগ। এরপর মহিলা তাঁকে সরে যেতে বললেও নিজের 'কীর্তি'তে অবিচল থাকেন ব্যক্তি। আরও পড়ুন-শুধু ওমিক্রনকে রুখতেই তৈরি নয়া ভ্যাকসিন! ট্রায়ালের অপেক্ষায় এই সংস্থা