দেশের অন্যতম তাবড় মন্দির তিরুমালা মন্দিরে এদিন কয়েকজন ভক্ত সব মিলিয়ে মোট ২৫ কেজির সোনার গয়না পরে পৌঁছে গিয়েছিলেন। এই মোট গয়নার মূল্য ১৮ কোটি। ওই ভক্তদের কারোর গলায় একের পর এক মোটা সোনার চেইন, কারোর হাত থেকে গলা ভর্তি গয়না। এই অবস্থায় তাঁরা পুনে থেকে অন্ধ্রপ্রদেশের তিরুমালার ভেঙ্কটেশ্বরা মন্দিরে পৌঁছে যান। তাঁদের এই সোনা পরিহিত অবস্থায় পাহারা দিতে দেখা গেল নীল পোশাক পরিহিত দুই ব্যক্তিকে সঙ্গে ছিলেন এক পুলিশকর্মী।
এক শিশু সহ দুই পুরুষ ও এক মহিলা এদিন পুনে থেকে তিরুমালা মন্দিরে আসেন। সেখানে তাঁরা ২৫ কেজির গয়না পরে যান। এই পরিমাণ গয়না স্বভাবতই নজর কাড়ে অনেকের। উঠতে থাকে তাঁদের ছবি। মন্দির চত্বরে তাঁদের ছবি তুলতে দেখা যায় ভিড়। এই ভক্তরাও ক্যামেরার সামনে স্বচ্ছন্দ্যে দাঁড়ান। দুই পুরুষ, একজন মহিলা এবং এক শিশু বেশ কয়েকটি সোনার চেইন, সোনার সানগ্লাস, চুড়ি, নেকলেস, একটি '৭' নম্বর খদিত সোনার চেইন এবং বেশ কিছু অলঙ্কার পরে মন্দির পরিদর্শন করেন। তাঁদের উদ্দেশ্য সেখানে দেবতার দর্শন ও আশীর্বাদ লাভ।
( Modi in Ukraine: ইউক্রেনে মোদী! 'ইতিহাস তৈরি হল’ বললেন জেলেনস্কি, ‘ভারত নিরপেক্ষ নয়, শান্তির পক্ষে’, বার্তা ভারতের PMর)