'হিন্দিতে বলুন', 'হিন্দিতে বলুন'- সংসদে সেই আওয়াজ উঠলেও বাংলায় ভাষণ দিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। শনিবার সংসদের শীতকালীন অধিবেশনে নিজের বক্তব্য পেশের সুযোগ পান তমলুকের বিজেপি সাংসদ। ভাষণের শুরুতেই ইংরেজিতে তিনি বলেন, 'আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি আমার মাতৃভাষা বাংলায় কথা বলব। কারণ সম্প্রতি প্রধানমন্ত্রী (নরেন্দ্র মোদী) এবং মন্ত্রকের উদ্যোগে আমাদের ভাষাকে ধ্রুপদী ভাষার তকমা দেওয়া হয়েছে।' আর তারপরই বাংলায় কথা বলতে শুরু করেন। সেই ভাষণের মধ্যেই লোকসভায় আসেন প্রধানমন্ত্রী। মোদী আসার পর কেউ একজন বলেন যে ‘হিন্দিতে বলুন।’ তাতে অবশ্য পাত্তা না দিয়ে মোদীর সামনেই বাংলায় ভাষণ চালিয়ে যেতে থাকেন তমলুকের বিজেপি সাংসদ।
বাংলা-বিরোধী তকমা ঝেড়ে ফেলতে হবে, বার্তা বিজেপি সমর্থকের
আর তাতে খুশি হয়েছেন বিজেপি সমর্থকদের একাংশ। তেমনই একজন বলেন, ‘অন্যরা হিন্দিতে কথা বলার আর্জি জানালেও আজ সংসদে পুরো বাংলায় কথা বললেন বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তাও সেটা প্রধানমন্ত্রীর সামনে।’ অপর এক নেটিজেন বলেছেন, ‘অত্যন্ত প্রয়োজনীয় পদক্ষেপ। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে যে করে হোক এই বাংলা-বিরোধী বা বহিরাগত তকমা ঝেড়ে ফেলতে হবে বঙ্গ বিজেপিকে। ২০১৯ সাল থেকে এই বিষয়টার ফায়দা লুটছে তৃণমূল কংগ্রেস। সর্বস্তরে সেই কাজটা করতে হবে।’
আরও পড়ুন: 'মুসলিমরা সংখ্যালঘু, আল্লাহর রহমত থাকলে মেজরিটি হব', ফিরহাদের কথায় ইসলামিক আইনের জুজু দেখল বিজেপি
দেবও বাংলায় কথা বলেছিলেন সংসদে
তবে সংসদে যে অভিজিৎ প্রথম বাংলায় ভাষণ দিলেন, তা নয়। সাম্প্রতিক অতীতের মধ্যে (২০১৬ সাল) লোকসভায় ভাষণ দিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ দেব। সেইসময় একাংশের কটাক্ষের মুখেও পড়েছিলেন ঘাটালের সাংসদ। অনেকে আবার দেবের পাশেও দাঁড়িয়েছিলেন। তেমনই একজন বলেছিলেন, 'সংসদে বাংলায় কথা বলার মধ্যে কোনও ভুল নেই। আমি দেবের ভক্ত নই। কিন্তু কটাক্ষের বন্যা দেখে তাঁর ভাষণ শুনতে এলাম। আর দেখলাম যে যথেষ্ট ভালো বলেছেন উনি। সত্যি কথা বলতে সংসদে বাংলায় ভাষণ শুনে গর্ববোধ হচ্ছে।'
বাংলায় বলায় প্রশংসা কুড়িয়েছিলেন দেব
একইসুরে অপর এক নেটিজেন বলেছিলেন, 'যদি উত্তর ভারতের সাংসদ নিজের মাতৃভাষা হিন্দিতে কথা বলতে পারেন, তাহলে অন্যরা নিজেদের মাতৃভাষায় কথা বললে সমস্যাটা কোথায়? কেন তাঁদের কটাক্ষ করা যায়? এমনকী দক্ষিণ ভারতের সাংসদরা নিজেদের মাতৃভাষায় কথা বলেন। আমি জানি না যে কেন বাংলায় কথা বললে আমাদের বাঙালিদের এত সমস্যা হচ্ছে?' এক নেটিজন আবার বলেছিলেন, 'বাংলার থেকে সুন্দর আর কোনও ভাষা নেই। খুব ভালো লাগল যে আপনি বাংলায় কথা বলেছেন। বাঙালি হিসেবে আমরা গর্বিত।'