বাসভবনে হামলার পর এবার দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার জনসংযোগ সভায় উত্তেজনা ছড়াল।অভিযোগ, গান্ধীনগরের সভায় গোলমাল পাকানোর চেষ্টা করছিলেন দুই ব্যক্তি। শুধু তাই নয়, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে স্লোগান দিতেও শুরু করেন তাঁরা। সঙ্গে সঙ্গেই পুলিশ ও নিরাপত্তারক্ষীরা এগিয়ে গিয়ে দু’জনকে আটক করে। ঠিক একদিনের মাথায় ফের মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।
বুধবার মুখ্যমন্ত্রীর বাসভবনে এক ব্যক্তির হামলার পর এই প্রথমবার তিনি সাধারণ মানুষের মধ্যে জনসংযোগ অনুষ্ঠানে যোগ দেন। দিল্লির গান্ধীনগরে ছিল মুখ্যমন্ত্রী রেখার গুপ্তার অনুষ্ঠান।আর সেখানেই ফের গোলমালের জেরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।জানা গেছে, সেই জনসভায় এক ব্যক্তি রেখা গুপ্তার বিরুদ্ধে স্লোগান তোলেন। অভিযোগ, অশান্তি পাকানোর চেষ্টা করেন। কিন্তু তার আগেই ওই ব্যক্তিকে ধরে ফেলে পুলিশ। তাঁকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে খবর, ধৃত ব্যক্তি মহিলার পোশাক পরে এসেছিলেন। শুধু তাই নয় বস্ত্র ব্যবসায়ীদের নিয়ে মুখ্যমন্ত্রীর সভা চলাকালীন আচমকাই আরেক এক ব্যক্তি ব্যবসায়ীদের সঙ্গে বচসা জুড়ে দেন।তারপর মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে স্লোগান তোলেন। তড়িঘড়ি পুলিশ এসে ওই ব্যক্তিকে সরিয়ে নিয়ে যায়। তাঁকে গ্রেফতারও করা হয়েছে। তবে প্রবীণ শর্মা নামের জনৈক ব্যক্তি নিজেকে চার দশকের বিজেপি কর্মী বলে দাবি করেছেন। ধৃতের কথায়, রেখা নয়, গান্ধীনগরের বিজেপি বিধায়ক অরবিন্দ সিং লাভলির বিরুদ্ধে স্লোগান দিয়েছেন তিনি। যাতে মুখ্যমন্ত্রীর কানে তাঁর অভিযোগ পৌঁছয়।
আরও পড়ুন-সরকারি তহবিল অপব্যবহার! শ্রীলঙ্কার প্রাক্তন প্রেসিডেন্ট গ্রেফতার, দ্বীপরাষ্ট্রে হুলুস্থুল
এদিকে, মুখ্যমন্ত্রীর নিরাপত্তায় কোনও খামতি নেই বলেই দাবি করেছে দিল্লি পুলিশ। যদিও শুক্রবারের এই ঘটনায় ফের দিল্লির মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে।তাৎপর্যপূর্ণ ভাবে, মুখ্যমন্ত্রীর বাসভবনে হামলার পরেই সরিয়ে দেওয়া হয়েছে দিল্লির পুলিশ কমিশনার এস বি কে সিংকে। গত বুধবার মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার উপর হামলা চালায় এক ব্যক্তি।ঘটনার ঘণ্টাখানেক পর, প্রাথমিক তদন্তের পর পুলিশ জানায়, মুখ্যমন্ত্রীর উপর হামলাকারীর নাম, রাজেশ সাকারিয়া। ৪১ বছর বয়সি রাজেশ আদতে গুজরাটের রাজকোটের বাসিন্দা। দিল্লি পুলিশকে হামলাকারীর মা জানিয়েছেন, রাজেশ কুকুর ভালবাসে খুব। সম্প্রতি পথ কুকুরদের নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশের পরেই মানসিকভাবে ভেঙে পড়েছিল সে।
আরও পড়ুন-সরকারি তহবিল অপব্যবহার! শ্রীলঙ্কার প্রাক্তন প্রেসিডেন্ট গ্রেফতার, দ্বীপরাষ্ট্রে হুলুস্থুল
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর ‘জন শুনানি’ কর্মসূচি চলাকালীন এই ঘটনা ঘটে। অভিযুক্ত রাজেশ প্রথমে মুখ্যমন্ত্রীকে কিছু নথি দেওয়ার আবেদন জানান। আর তা দেওয়ার পরেই অতর্কিতে মুখ্যমন্ত্রীর উপর হামলা চালান বলে অভিযোগ। ঘটনার পরেই হাতেনাতে অভিযুক্ত ব্যক্তিকে ধরে ফেলেন মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীরা। হামলার পরে রেখা গুপ্তাকে ‘জেড’ ক্যাটাগরির ভিআইপি নিরাপত্তা কভার দেওয়া হয়। তাঁর অভ্যন্তরীণ নিরাপত্তায় সিআরপিএফ মোতায়েন করা হয়েছে। যদিও হামলার ঘটনার পর দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা সোশ্যাল মিডিয়ায় জানান, 'আজ সকালে জন শুনানির সময় আমার উপর যে আক্রমণ করা হয়েছে তা কেবল আমার উপরই নয়, দিল্লির সেবা এবং জনগণের কল্যাণের জন্য আমাদের সংকল্পের উপরও কাপুরুষোচিত প্রচেষ্টা। স্বাভাবিকভাবেই, এই হামলার পর আমি হতবাক হয়েছিলাম। তবে এখন আমি ভাল আছি। আমার সকল শুভাকাঙ্ক্ষীদের অনুরোধ করছি, দয়া করে আমার সঙ্গে দেখা করার জন্য উতলা হবেন না।'