খাস দিল্লিতে সিআরপিএফ স্কুলের সামনে জোরালো বিস্ফোরণ রবিবার সকাল সকাল। ঘটনায় হতাহতের কোনও ঘটনা ঘটেনি। তবে এই বিস্ফোরণের জেরে স্কুলের দেওয়াল ভেঙেছে। এদিকে আশেপাশের দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া পাশেই একটি গাড়ি দাঁড়িয়ে ছিল, সেটি ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিক তদন্তের পরে জানা যাচ্ছে, হাতে তৈরি দেশি বোমা মারা হয়েছিল সেখানে। এদিকে এই ঘটনা নিছক কোনও দুষ্কৃতীর দ্বারা সংগঠিত নকি এর নেপথ্যে জঙ্গি নাশকতমূলক কোনও ছক আছে, তা এখনও স্পষ্ট নয়। (আরও পড়ুন: নিজেরা পায়নি প্রমাণ, নিজ্জর খুনে এখন FBI-এর 'ওয়ান্টেড' বিকাশকে 'টানছে' কানাডা)
আরও পড়ুন: বেসিকের ১০০% পর্যন্ত অতিরিক্ত 'ভাতা' মিলবে এবার, নির্দেশিকা জারি সরকারের
আরও পড়ুন: ৩ বছর বয়সিকে যৌন নিগ্রহ কাটোয়ায়, নির্যাতিতার যৌনাঙ্গে মিলল রক্তের দাগ
রিপোর্ট অনুযায়ী, আজ সকাল ৭টা ৫০ মিনিটে দিল্লির রোহিনী এলাকার সেক্টর ১৪-তে অবস্থিত সিআরপিএফ স্কুলের সামনে বোমা বিস্ফোরণটি হয়। খবর পেয়ে এলাকায় পৌঁছয় দমকল। তবে কোথাও কোনও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেনি। তাই দমকল ফিরে যায়। এরই সঙ্গে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছিল বম্ব স্কোয়াড ও পুলিশের দল। সঙ্গে সেখানে পৌঁছায় ফরেন্সিক দল। দিল্লি পুলিশের অপরাধ দমন শাখা এবং স্পেশাল সেলের আধিকারিকরা ঘটনাস্থলে আছেন। এছাড়া দিল্লি পুলিশের জঙ্গি দমন ইউনিটও সেখানে পৌঁছেছে। (আরও পড়ুন: আরজি করে চিকিৎসক খুন পরিকল্পিত? মিলল সূত্র, তাহলে চার্জশিটে শুধু সঞ্জয়ের নাম কেন)
আরও পড়ুন: বাংলার দিকে ধেয়ে আসতে পারে ঘূর্ণিঝড় 'দানা'! কবে কোথায় হবে ভারী বৃষ্টি?
আরও পড়ুন: আরজি কর কাণ্ডে সন্দীপ-অভিজিতের 'কীর্তি' ফাঁস, CBI-এর হাতে 'মুছে ফেলা' প্রমাণ
জানা গিয়েছে, বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে স্কুলের পাশে থাকা দোকান ও দাঁড়িয়ে থাকা গাড়ির কাচ ভেঙেছে। এই ঘটনার বিষয়ে দিল্লি পুলিশের এক কর্তা বলেন, 'খবর পাওয়া মাত্রই আমাদের দল ঘটনাস্থলে পৌঁছয়। বিস্ফোরণে স্কুলের দেওয়াল ক্ষতিগ্রস্ত হয়েছে। স্কুলের পাশের দোকান ও দাঁড়িয়ে থাকা গাড়িগুলোর কাচ ভেঙেছে। কেউ জখম হয়নি।' এদিকে এই ঘটনার পরপরই সেখানকার নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। ঘটনার গুরুত্ব বুঝে খবর দেওয়া হয় ফরেন্সিক দল ও বোম্ব স্কোয়াডকে। তারা ঘটনাস্থলে এসে নমুনা সংগ্রহ করে। এদিকে স্কুলের আশেপাশে থেকে এখনও পর্যন্ত সন্দেহজনক কিছু পাওয়া যায়নি বলে দাবি করা হয়েছে। তাও গোটা এলাকায় চিরুনি তল্লাশি চালানো হচ্ছে। কীভাবে সেখানে বোমা বিস্ফোরণ ঘটল, তা নিয়ে ক্রমেই রহস্য ঘনাচ্ছে।