দিল্লি বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণের গণনার সময় চোখ থাকবে কিছু সেলিব্রিটি আসনের ওপর। একনজরে দেখে নিন সেগুলি-
দেখুন ভোটের লাইভব্লগ, সর্বশেষ ফলের জন্য
১. নিউ দিল্লি- মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এখান থেকে লড়ছেন। বিজেপি তাঁর বিরুদ্ধে সুনীল যাদব এবং কংগ্রেস রোমেশ সবরওয়ালকে মাঠে নামিয়েছে। অরবিন্দ কেজরিওয়াল অতীতে এই আসনে শীলা দীক্ষিতকে পরাস্ত করেছেন। এবারও তাঁর জয়ের বিষয়টি নিশ্চিত যদিও তাঁকে না হারাতে না পারেল রাজনীতি ছাড়াবেন বলেছেন সুনীল যাদব।
২. প্রতাপগঞ্জ: উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার বিধানসভা কেন্দ্র। ২০১৩ এবং ২০১৫ সালে তিনি সহজেই ভোটে জিতেছেন। ৩. মডেল টাউন: একদা আপ মন্ত্রী ও এখন বড়ো সমালোচক কপিল মিশ্র এই আসন থেকে লড়ছেন। বিতর্কিত কথা বলে প্রচারের আলোয় থাকতে ওস্তাদ কপিল।
৩. রোহিনী: গতবার বিজেপি যে তিনটি আসন জিতেছিল, তার মধ্যে একটি রোহিনী। জিতেছিল বরিষ্ঠ বিজেপি নেতা বিজেন্দর গুপ্তা।
৪. চাঁদনী চক: গতবারের বিজয়ী অলকা লাম্বা এবার আপ থেকে নয় কংগ্রেসের হয়ে লড়ছেন। অন্যদিকে কংগ্রেসের প্রবীণ নেতা প্রহ্লাদ সিং সাহনি এবার আপের প্রার্থী।