চিনে কোভিডের প্রকোপ। আর তার জেরে এবার আতঙ্কের প্রহন গুনছে গোটা বিশ্ব। এর মধ্য়েই বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধানের তরফে এনিয়ে চরম উদ্বেগ প্রকাশ করা হল। পাশাপাশি সামগ্রিক পরিস্থিতি সম্পর্কে দ্রুত বিস্তারিত বিবরণ দেওয়ার জন্য বেজিংকে অনুরোধ করেছে হু।টেড্রস এ ঘেবরেইয়েসাস সাপ্তাহিক নিউজ কনফারেন্সে জানিয়েছেন, চিনের পরিস্থিতি নিয়ে হু অত্যন্ত উদ্বিগ্ন। চিনে রোগের প্রকোপ কতটা হয়েছে, হাসপাতালে ভর্তির পরিস্থিতি কী রয়েছে, আইসিউর প্রয়োজনীয়তা কতটা হচ্ছে এসব নিয়ে জানতে চাওয়া হয়েছে চিনের কাছে।এদিকে জিরো কোভিড করার জন্য দেশজুড়ে টানা কড়াকড়ি করেছিল চিন। কিন্তু সেই চিনেই ফের কোভিডের বাড়়বাড়ন্ত।নতুন করে করোনার সংক্রমণ হচ্ছে বলে খবর। আর তার জেরে গোটা বিশ্বজুড়ে জুড়ে উদ্বেগ ক্রমশ বাড়়ছে। চিনে কোভিডের বাড়বাড়ন্তের খবর ছড়িয়ে পড়তেই ভারতেও এনিয়ে নতুন করে উদ্বেগ ছড়িয়েছে।এদিকে বিশেষজ্ঞরা বলছেন, এক্ষেত্রে herd immunity'র বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিষয়টি হল কোনও একটি কমিউনিটিতে যখন বেশিরভাগ মানুষ ওই নির্দিষ্ট রোগের বিরুদ্ধে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়়ে তোলেন তখনই ওই কমিউনিটিতে রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা অনেকটাই কমে। তার জেরে সাধারণ মানুষের মধ্যে কোভিড ছড়ানোর আশঙ্কাও ক্রমশই কমে।বিশেষজ্ঞদের মতে দুটি উপায়ে এই গোষ্ঠী রোগপ্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে। একটি স্বাভাবিকভাবে যখন সকলেরই রোগের বিরুদ্ধে অ্যান্টিবডি গড়ে ওঠে। অন্য় পথটি হল গণটিকাকরণ। এর জেরে কৃত্তিমভাবে রোগ প্রতিরোধক্ষমতা গড়ে ওঠে অধিকাংশ মানুষের মধ্যে।তবে সামগ্রিক পরিস্থিতিতে চিনে করোনা ছড়়ানোর কথা প্রকাশ্য়ে আসতেই ফের উদ্বেগ ছড়িয়েছে বিশ্বজুড়ে। এনিয়ে উদ্বেগ প্রকাশ করল বিশ্বস্বাস্থ্য সংস্থাও।