কুড়ি লাখের উপরে পৌঁছে গেল দেশের মোট কোভিড পজিটিভ রোগীর সংখ্যা। ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২০,২৭,০৭৪। আগের ৪১,০০০ এর রেকর্ড ভেঙে দিয়ে একদিনে এ পর্যন্ত সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা পৌঁছল ৬২,৫৩৮ জনে। চব্বিশ ঘণ্টায় সংক্রমণে মারা গিয়েছেন ৮৮৬ জন। তার জেরে করোনায় মোট মৃতেকর সংখ্যা দাঁড়াল ৪১,০০০। সংক্রমণ থেকে সুস্থ হয়ে উঠেছেন মোট ১৩,৭৮,১০৫ জন, জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রক। বিশ্বে মোট করোনা পজিটিভ রোগীর সংখ্যা এ দিন ১৯ লাখ ছাড়িয়ে গিয়েছে। সংক্রমণের হারে আমেরিকা ও ব্রাজিলের সঙ্গে এগিয়ে রয়েছে ভারতও। ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের গবেষকরা পূর্বাভাস করেছেন, আগামী নভেম্বর মাসের মধ্যে আমেরিকায় কোভিড সংক্রমণে মৃতের সংখ্যা প্রায় ৩,০০,০০০ এ পৌঁছবে। তবে মানুষ যদি নিরাপত্তার স্বার্থে যথাযথ মাস্ক ব্যব৮হার শুরু করেন, তা হলে ৭০,০০০ প্রাণ রক্ষা পাবে বলেও জানিয়েছেন বিশেষজ্ঞরা।অন্য দিকে কোভিড ভ্যাক্সিন তৈরির দৌড়ে একাধিক দেশ অংশগ্রহণ করলেও প্রতিষেধক খুব তাড়াতাড়ি পাওয়া যাবে না বলে মনে করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO।