
Baji
৳7,777 IPL 2025 Sports Bonus
ভারতে করোনাভাইরাস চিত্রটা ক্রমেই ফ্যাকাশে হচ্ছে। তারইমধ্যে কিছুটা স্বস্তির হাওয়া বয়ে নিয়ে আসছে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা। আপাতত দেশে সক্রিয় করোনা আক্রান্ত এবং সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা একেবারে কাছাকাছি এসে গিয়েছে।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত ভারতে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ১২৯,৯১৭। আর সেরে উঠেছেন ১২৯,২১৪ জন। অর্থাৎ ফারাকটা মাত্র ৭০৩। গত ২৪ ঘণ্টায় যেখানে সক্রিয় আক্রান্তের সংখ্যা ৪,৫৩৬, সেখানে ওই সময়ের মধ্য়ে সুস্থ হয়ে উঠেছেন ৫,১২০ জন। সেই হার বজায় থাকলে বুধবারই সক্রিয় আক্রান্তের সংখ্যাকে ছাপিয়ে যেতে পারে মোট সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা। যা প্রবল উদ্বেগের মধ্যে কিছুটা আশার আলো দেখাচ্ছে।
যদিও মোট আক্রান্তের সংখ্যা বিচার করলেই সেই উদ্বেগের মেঘ ঘিরে ধরছে। কেন্দ্রের পরিসংখ্যান অনুযায়ী, ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২৬৬,৫৯৮। গত ২৪ ঘণ্টায় ৯,৯৮৭ জন সংক্রামিত হয়েছেন। যা একদিনে রেকর্ড বৃদ্ধি। গত বৃহস্পতিবার থেকে টানা ছ'দিন দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ৯,০০০-এর গণ্ডি ছাড়িয়েছে। ওই পাঁচদিনে দেশে সংক্রামিত হয়েছেন মোট ৫৮,৫৮৮ জন। পাশাপাশি গত ২৪ ঘণ্টায় দেশে ৩৩১ জন করোনা আক্রান্তের বৃদ্ধি হয়েছে। সেটাও একদিনে দৈনিক মৃত্যুর নিরিখে রেকর্ড।
মৃতের সংখ্যার নিরিখে প্রথম পাঁচে রয়েছে পশ্চিমবঙ্গ। কেন্দ্রের পরিসংখ্যান অনুযায়ী,মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত রাজ্যে ৪০৫ জনের মৃত্যু হয়েছে। আগে রয়েছে শুধু মহারাষ্ট্র (৩,১৬৯), গুজরাত (১,২৮০), দিল্লি (৮৭৪) এবং মধ্যপ্রদেশ (৪১৪)। তবে আক্রান্তের নিরিখে আট নম্বর রয়েছে বাংলা।
৳7,777 IPL 2025 Sports Bonus