ষাঁড়ের মতো লাঙলে বেঁধে যুবক ও যুবতীকে দিয়ে হালচাষ করানো হল। চাষিরা যেমনভাবে ষাঁড়কে মারেন, সেভাবেই কঞ্চি দিয়ে মারধর করা হল নবদম্পতিকে। সোশ্যাল মিডিয়ায় এমনই একটি ভিডিয়ো ভাইরাল হয়ে গিয়েছে। সংবাদসংস্থা এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, পশ্চিমবঙ্গের পড়শি রাজ্য ওড়িশার রায়গড়া কাঞ্জামাঝিরা গ্রামে সেই ঘটনা ঘটেছে। সপ্তাহখানেক আগেও সেই ঘটনা ঘটলেও এখন ভিডিয়োটি ভাইরাল হওয়ার পরে সমালোচনার ঝড় উঠেছে। যদিও আপাতত কাউকে গ্রেফতারির খবর মেলেনি। ওই প্রতিবেদন অনুযায়ী, পুলিশ সুপার এস স্বাতী কুমার জানিয়েছেন যে তদন্তের জন্য ইতিমধ্যে ওই গ্রামে গিয়েছে পুলিশের একটি দল। শীঘ্রই মামলা রুজু করা হবে।
পিসি ও ভাইপোর সম্পর্ক মেনে নেয়নি গ্রামবাসীরা
বিষয়টি নিয়ে পুলিশ বিস্তারিতভাবে কিছু না জানালেও অভিযোগ উঠেছে যে ওই নবদম্পতির প্রেমের সম্পর্ক মেনে নেননি গ্রামবাসীরা। ওড়িশার সংবাদমাধ্যম কলিঙ্গ টিভির প্রতিবেদন অনুযায়ী, ওই যুবক এবং যুবতী আদতে পিসি এবং ভাইপো। একে অপরের প্রেমে পড়ে যান তাঁরা। কিন্তু তাঁদের সম্পর্কে অবৈধ বলে দাগিয়ে দেন গ্রামবাসীরা।
যুবতীর শরীর স্পর্শ করতে থাকেন ২ পুরুষ
আর তারই 'শাস্তি' হিসেবে লাঙল বেঁধে যুবক এবং যুবতীকে হালচাষ করানো হয়। ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, লাঙলের যেমনভাবে ষাঁড় বাঁধা হয়, সেরকমভাবেই যুবক ও যুবতীকে বাঁধা হচ্ছে। সেইসময় যুবতীর শরীর স্পর্শ করতে দেখা যায় কমপক্ষে দুই পুরুষকে। তারইমধ্যে যুবক এবং যুবতীকে উঠে দাঁড়াতে বাধ্য করা হয়।
আরও পড়ুন: আধার কার্ডের নিয়মে আসছে বড় বদল! ‘ফুলপ্রুফ’ করতে কড়া কেন্দ্র, কী কী দেখা হবে?
যেমনভাবে হালচাষ করা হয়, সেরকমভাবে তাঁদের জমিতে ঘোরানো হতে থাকে। কঞ্চি দিয়ে মারাও হয়। প্রাথমিকভাবে দু'জন পুরুষ মারছিলেন। তারপর মারতে তেড়ে আসেন এক বৃদ্ধাও। সেইসময় যুবক এবং যুবতীকে থামিয়ে দেওয়া হয়। বৃদ্ধা মারতে না মারলেও ওই যুবককে পরপর চড় মারতে থাকেন এক পুরুষ।
আরও পড়ুন: ১৩ নথি যাচাই করবে পর্ষদ, ২০২২ সালের প্রাথমিকের প্যানেলে বাদ পড়েছিলেন অনেকে
বিজেপি-শাসিত ওড়িশায় কি জঙ্গলরাজ?
আর সেই ভিডিয়ো ভাইরাল হতেই প্রশ্ন উঠেছে যে ওড়িশায় কি জঙ্গলরাজ চলছে? বিজেপি-শাসিত রাজ্যে একের পর এক ধর্ষণের ঘটনা ঘটেছে। ১৭ দিনে সাতটি ধর্ষণ বা যৌন নির্যাতনের খবর সামনে এসেছে। প্রশ্ন উঠেছে বিজেপি-শাসিত রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে।
আরও পড়ুন: আধার কার্ডের নিয়মে আসছে বড় বদল! ‘ফুলপ্রুফ’ করতে কড়া কেন্দ্র, কী কী দেখা হবে?
গত মাসে জনপ্রিয় টুরিস্ট স্পট গোপালপুর বিচে ২০ বছরের এক ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। অভিযোগ উঠেছে যে সপ্তম শ্রেণির ছাত্রী, ১৭ বছরের মেয়ে, যুবতীদের ধর্ষণ করা হয়েছে। সেই পরিস্থিতিতে বিরোধীরা প্রশ্ন তুলেছে, বিজেপি সরকার কী করছে? আইন-শৃঙ্খলা ব্যবস্থা কি পুরোপুরি ভেঙে পড়েছে?