বাংলা নিউজ > ঘরে বাইরে > Viral Pic of Cosmic Christmas Tree: মহাকাশে ‘ক্রিসমাস ট্রি’! তারায় তারায় সাজানো ছবি ধরা পড়ল নাসার ক্যামেরায়
পরবর্তী খবর
Viral Pic of Cosmic Christmas Tree: মহাকাশে ‘ক্রিসমাস ট্রি’! তারায় তারায় সাজানো ছবি ধরা পড়ল নাসার ক্যামেরায়
1 মিনিটে পড়ুন Updated: 20 Dec 2023, 04:10 PM ISTSuman Roy
Cosmic Christmas Tree: মহাকাশ সাজল এক অদ্ভুদ ‘ক্রিসমাস ট্রি’-তে। দেখেছেন কি সেই ছবি?
মহাকাশ সাজল তারার ‘ক্রিসমাস ট্রি’তে।
ক্রিসমাস কাছাকাছি এসেই গিয়েছে। ২৫ ডিসেম্বর থেকে মাত্র ৫ দিন দূরে দাঁড়িয়ে আমরা। বিশ্বজুড়ে এই উৎসব পালিত হবে কয়েক দিন পরেই। এ বিষয়ে প্রস্তুতি চলছে জোরকদমে। ভারত-সহ সারা বিশ্বে এটি পালিত হয়। বিশেষ করে খ্রিস্টান সম্প্রদায়ের লোকেরা এই উৎসবটি খুব জাঁকজমকের সঙ্গে উদযাপন করেন।
নাসা যে ছবিটি শেয়ার করেছে, তা মহাকাশে তারা এবং গ্যাস দিয়ে তৈরি। এটি দেখতে অবিকল একটি রঙিন ক্রিসমাস ট্রির মতো। বিপুল সংখ্যক মানুষ এটি শেয়ার করছেন। ছবিটি দেখতে এত সুন্দর যে কাউকে মুগ্ধ করবে।
ছবির সঙ্গে নাসা লিখেছে, ‘এটি অনেকটা ক্রিসমাস ট্রির মতো দেখাচ্ছে। আমাদের চন্দ্র মানমন্দিরে সম্প্রতি নীল এবং সাদা আলো দেখা গিয়েছে যা একটি ‘ক্রিসমাস ট্রি ক্লাস্টার’-এর মতো। এটি পৃথিবী থেকে প্রায় ২৫০০ আলোকবর্ষ দূরে তারা এবং গ্যাসের একটি ক্লাস্টার।’
বড়দিনের দিনে ক্রিসমাস ট্রির বিশেষ গুরুত্ব রয়েছে। এটি বিভিন্ন উপায়ে সাজানো হয়। লোকেরা তাঁদের বাড়িতে ক্রিসমাস ট্রি নিয়ে আসে এবং এটিকে অন্যভাবে দেখানোর চেষ্টা করে। ক্রিসমাস ট্রি দিয়ে ক্রিসমাস ডে উদযাপন আরও ভালো হয়ে ওঠে।